আজকের টপিক : সন্ধিক্ষণে ইউরোপ : পোপুলিজম জেগে উঠছে, ইউরোপ কোন দিকে যাবে?
  2017-05-29 18:15:02  cri

সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি 'আজকের টপিক' অনুষ্ঠানে। নিয়মিত এ আয়োজনে আমরা বিশ্বের সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা-পর্যালোচনা করে থাকি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পর আগামী বছর ফ্রান্স ও জার্মানির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন হবে। এছাড়া, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সন্ত্রাসী তত্পরতার কালো ছায়া, ইইউ'র দুর্বল প্রশাসন ও বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলোর প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নানাভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে পোপুলিজমের প্রবণতাও দেখা দিয়েছে। ২০১৭ সালে সন্ধিক্ষণে থাকা ইউরোপ কোন দিকে যাবে? আজকের টপিক অনুষ্ঠানে এ বিষয় নিয়ে আলোচনা করবো আমি স্বর্ণা এবং আমি মান্না। (স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040