আজকের টপিক : জাতিসংঘ মহাসচিব হিসেবে বান কি-মুনের মেয়াদ শেষ
  2017-05-29 18:15:02  cri

সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি 'আজকের টপিক' অনুষ্ঠানে। নিয়মিত এ আয়োজনে আমরা বিশ্বের সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা-পর্যালোচনা করে থাকি। জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তনীয় গুতেহিস গত সোমবার সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে শপথগ্রহণ করেন। আগামী পয়লা জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমান মহাসচিব বান কি-মুনের স্থলাভিষিক্ত হবেন।

গত সোমবার পূর্ণাঙ্গ অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা গত ১০ বছর জাতিসংঘের জন্য বান কি-মুন যে সব অবদান রেখেছেন তা স্মরণ করেন। এ সময় তারা দাঁড়িয়ে হাততালি দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

প্রিয় বন্ধুরা, জাতিসংঘ মহাসচিব হিসেবে বান কি-মুন গত দশ বছরে কি কি সাফল্য অর্জন করেছেন, আজকের টপিক অনুষ্ঠানে আজ এ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। আপনাদের সাথে আছি আমি স্বর্ণা এবং আমি মান্না। (স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040