হ্যালো চায়না: ৫২. হোয়াংহো নদী
  2016-12-09 15:27:18  cri

চীনা শব্দ হোয়াং এর বাংলা অনুবাদ হলো হলুদ। এর সঙ্গে জড়িত রয়েছে ঐতিহাসিক হোয়াংহো নদীটির নামের রহস্য। হোয়াংহো নদীতে রয়েছে প্রচুর বালি। এ কারণে কখনও কখনও হোয়াংহো নদীর পানি হলুদ রঙ ধারণ করে। আর এ থেকেই নামকরণ হয়েছে হোয়াংহো নদীর। হোয়াংহো হলো চীনের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম দীর্ঘ নদী। হোয়াংহো নদীর উত্স, চীনের ছিহাই-তিব্বতি মালভূমি। হোয়াংহো নদীটি চীনের ৯টি প্রদেশের মধ্য দিয়ে মোট ৫৪৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আকাশ থেকে দেখলে হোয়াংহো নদীটিকে চীনা অক্ষর "几" এর মতো দেখায়। আগে হোয়াংহো নদীতে ঘন ঘন বন্যা হতো, মাঝে মাঝে পানি শুকিয়ে যেতো। এরপর চীন সিয়াওলাংদি জলসেচ স্থাপনা নির্মিত হওয়ার পর নদীর পানিকে নিয়ন্ত্রণ করা শুরু হয়। যা দু'পাড়ের জনবসতিকে অর্থনৈতিকভাবেও অনেক লাভবান করেছে। হুখৌ জলপ্রপাত ও লংমেন শাখা বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

প্রাচীন চীনে শুধু হোয়াংহো নদীকে হো নাম ডাকা হত। চীনা ভাষায় হো মানে নদী। তখন অন্যান্য নদীকে 'ছুয়ান' বা 'শুই' বলা হত। ছুয়ান মানে পর্বতের নদী, যা সাধারণ নদীর চেয়ে ছোট। আর শুই মানে পানি।

এর কারণ হলো, অনেকে মনে করেন, এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মহান চীনা সভ্যতা। প্রায় চার হাজার বছর আগে হোয়াংহো নদীর দুই তীরে বেশ কিছু সম্প্রদায়ের মানুষ বসবাস শুরু করে। এভাবেই হোয়াংহো নদীর দুই পাড়ে জনবসতি গড়ে ওঠে। তখন থেকেই হোয়াংহো নদীর দু'পাড়ের ভূমিতে আদি চীনাদের বসবাস শুরু হয় বলে ধারণা করেন কেউ কেউ। তাই হোয়াংহো নদী চীনের মাতৃনদী হিসেবে পরিচিত। এ থেকে বোঝা যায়, হোয়াংহো নদীটি চীনা জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ।

প্রাচীন চীনে হো হলো হোয়াংহো নদীর বিশেষ একটি নাম। এরপর তা অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হয়েছে। ধীরে ধীরে বেড়ে ওঠে হো'র আয়তন। এ অবস্থায় কিভাবে হোয়াংহো নদীটি অন্যান্য নদী থেকে আলাদা হয়েছে? উত্তর হলো, রং দেখে। হ্যাঁ, হোয়াংহো হলো চীনের একমাত্র হলুদ রঙের নদী। আর এভাবেই পরবর্তীতে এসেছে হোয়াংহো নদীটির নাম।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040