ভারত-আফগানিস্তান সহযোগিতা বাড়াতে আগ্রহী
  2016-12-06 19:29:09  cri
ডিসেম্বর ৬: গত সোমবার ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে অনুষ্ঠিত হয় 'হার্ট অব দ্য এশিয়া' সম্মেলন। এবারের সম্মেলনে আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, চীন ও রাশিয়ার উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেছিলেন।

সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা ও বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

সামরিক ত্রাণ-সহায়তা খাতে ভারত ইতোমধ্যে আফগানিস্তানকে ৭টি সামরিক হেলিকপ্টার দিয়েছে। তা ছাড়া একটি তৃপক্ষীয় চুক্তি অনুযায়ী বিমানের সাজ-সরঞ্জাম সরবরাহ ও মেরামতের ক্ষেত্রে আফগানিস্তানকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040