চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাপদ্ধতির ওপর রাষ্ট্রীয় পরিষদের শ্বেতপত্র প্রকাশিত
  2016-12-06 18:36:11  cri
ডিসেম্বর ৬: আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় থেকে প্রকাশিত হয় চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাপদ্ধতির ওপর একটি শ্বেতপত্র।

প্রায় ৯০০০ হাজার শব্দের শ্বেতপত্রে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সাপদ্ধতির উন্নয়ন, উন্নয়নের নীতি ও ব্যবস্থা, একে টিকিয়ে রাখা, এবং বিদেশে এ চিকিত্সাপদ্ধতি ছড়িয়ে দেওয়ার ওপর পর্যালোচনা অন্তর্ভুক্ত আছে।

শ্বেতপত্রে বলা হয়েছে, চীনা সভ্যতার শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে ঐতিহ্যবাহী এই চিকিত্সাপদ্ধতি হাজার হাজার বছর ধরে টিকে আছে এবং বিভিন্ন রোগের সাথে লড়াই করে যাচ্ছে। এ চিকিত্সাপদ্ধতি নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে, আধুনিক প্রযুক্তির সহায়তায় ক্রমাগত উন্নত থেকে উন্নততর হয়েছে এবং হচ্ছে।

শ্বেতপত্রে ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাপদ্ধতির উন্নয়নের মৌলিক নীতি ও এ ব্যাপারে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাপদ্ধতি বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলেও শ্বেতপত্রে উল্লেখ করা হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040