কঙ্গো'র রাজনৈতিক প্রক্রিয়াকে সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান
  2016-12-06 18:23:51  cri
ডিসেম্বর ৬: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি)-র চলমান রাজনৈতিক প্রক্রিয়াকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি উ হাই থাও। তিনি গতকাল (সোমবার) ডিআরসি ইস্যুতে আয়োজিত নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় এ আহ্বান জানান।

সভায় তিনি বলেন, কঙ্গোর নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক। স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য দেশটিকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। আর এ জন্য দেশটির জন্য আন্তর্জাতিক সমাজের অব্যাহত সাহায্য খুব দরকার।

উ হাই থাও আরও বলেন, চীন সরকার বরাবরই গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শান্তি প্রক্রিয়াকে সমর্থন দিয়ে আসছে এবং ক্রমাগত সাহায্য-সহযোগিতাও করছে। চীন আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে কঙ্গোর উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গঠনমূলক ভূমিকা পালন করে যেতে ইচ্ছুক। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040