সির্তে আইএসমুক্ত করেছে লিবীয় সরকারি বাহিনী
  2016-12-06 15:12:27  cri
ডিসেম্বর ৬: গতকাল (সোমবার) লিবিয়ার সরকারি বাহিনী বন্দরনগরী সির্তের বাকি অংশও আইএসমুক্ত করেছে। সরকারের দাবি, সৈন্যরা বর্তমানে গোটা শহর নিয়ন্ত্রণ করছে।

লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের মুখপাত্র রিদা ইসা গণমাধ্যমকে জানান, সোমবারের অভিযানের সময় আইএসের ১২ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে।

উল্লেখ্য, চলতি বছরের মে থেকে লিবিয়ার সরকারি বাহিনী আইএসের দখলকৃত সির্তে শহরে সামরিক অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যে অধিকাংশ অঞ্চল পুনর্দখল করে। সামরিক অভিযানে সরকারি বাহিনীর কয়েক শ' সদস্য হতাহত হয়েছেন বলে জানা গেলেও, আইএসের কতো জঙ্গি এতে হতাহত হয়েছে, তা জানা যায়নি। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040