জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলেপ্পো পরিস্থিতি নিয়ে সিদ্ধান্তের খসড়া গৃহীত হয়নি
  2016-12-06 14:55:23  cri

ডিসেম্বর ৬: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (সোমবার) সিরিয়ার আলেপ্পো সম্পর্কিত সিদ্ধান্তের খসড়া নিয়ে ভোট হয়। কিন্তু কোনো খসড়া গৃহীত হয়নি। চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই বলেন, এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের উচিত রাজনৈতিকভাবে সিরিয়া সংকট সমাধান করা।

এদিন খসড়ার পক্ষে ১১টি ভোট, বিপক্ষে ৩টি ভোট পড়ে। একটি দেশ ভোট দেয়নি। রাশিয়া, চীন ও ভেনিজুয়েলা বিপক্ষে ভোট দেয় এবং অ্যাঙ্গোলা ভোটদানে বিরত থাকে। খসড়ায় আলেপ্পোতে সাত দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

লিউ চিয়ে ই বলেন, নিরাপত্তা পরিষদের উচিত এমন ব্যবস্থা নেওয়া যা সিরিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়ন, রাজনৈতিক শান্তি আলোচনা, সন্ত্রাসদমনে সহযোগিতা ও মানবিক সংকট বন্ধে সহায়ক হবে। সিরিয়ার জটিল পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত সিরিয়ার সমস্যায় কূটনৈতিক পথ অবলম্বন করা।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040