সিপিসি'র সার্বিক সংস্কার উন্নয়নের শীর্ষগ্রুপে ভাষণ দিলেন সি চিন পিং
  2016-12-06 14:51:13  cri
ডিসেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র সার্বিক সংস্কার উন্নয়ন-সম্পর্কিত শীর্ষগ্রুপের ত্রয়োদশ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

তিনি বলেন, অভিজ্ঞতার সারসংকলন, সংস্কারের দক্ষতা উন্নয়ন, অর্থনীতি উন্নয়নের সংস্কার সাধন এবং সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য সংস্কারকাজের উন্নয়ন করা উচিত। এ বছর সংস্কারের অভিজ্ঞতা আগামী বছর ও ভবিষ্যত সংস্কার পরিকল্পনায় সহযোগিতা করবে।

উল্লেখ্য সম্মেলনে 'সরকারি শিল্প-প্রতিষ্ঠান এবং যাচাই ও পর্যবেক্ষণের কয়েকটি প্রস্তাব', 'জাতীয় প্রাকৃতিক জ্বালানি সম্পদ পরিচালনা ব্যবস্থা উন্নয়নের পরীক্ষামূলক পরিকল্পনা' ও 'মেধাস্বত্ব বহুমুখী পরিচালনা সংস্কারের পরীক্ষামূলক প্রকল্প' গৃহীত হয়।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040