আফগান নারীর স্বার্থ সুরক্ষায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তাগিদ
  2016-12-05 15:53:16  cri
ডিসেম্বর ৫: কাবুলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-র কার্যালয়ের কর্মকর্তা মার্টিন চাহাইন বলেছেন, সহিংসতা থেকে আফগান নারীদের বাঁচাতে আন্তর্জাতিক সমাজের উচিত দেশটির সরকারের সাথে সহযোগিতা জোরদার করা। গতকাল (রোববার) কাবুলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীদের স্বার্থ সুরক্ষা বর্তমানে আফগান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দেশটিতে বড় ধরনের যুদ্ধ বন্ধ হলেও, নারীদের প্রতি সহিংসতা কমেনি।

এদিকে, আফগান উপ-স্বাস্থ্যমন্ত্রী আহমাদ নাঈম সেদেশের নারীদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ২০১৪ সালের পর নারীদের প্রতি সহিংসতার মামলার সংখ্যা দাঁড়ায় ৮১৮৮টিতে। এ সব মামলায় নির্যাতন, যৌন হয়রানি, জোরপূর্বক বিয়ে ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040