ইতালিতে সংবিধান সংশোধনে গণভোট অনুষ্ঠিত : বিপক্ষে ভোট বেশি, প্রধানন্ত্রীর পদত্যাগের ঘোষণা
  2016-12-05 15:31:34  cri

ডিসেম্বর ৫ : ইতালির সংবিধান সংশোধনের জন্য গতকাল (রোববার) গণভোট অনুষ্ঠিত হয়। বিপক্ষে ভোট পড়েছে বেশি। দেশটির প্রধানমন্ত্রী মারিও রেনজি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে, সংবিধান সংশোধনের সমর্থনে ৩৯ থেকে ৪৩ শতাংশ ভোট পড়ে। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ৫৭ থেকে ৬১ শতাংশ। এর মানে সংবিধান সংশোধন করা যাবে না। এদিকে দেশটির প্রধানমন্ত্রী মারিও রেনজি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এবারের সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য শাসনপ্রণালী সংস্কার করা। এতে সিনেটের আসন কমানো, সিনেটর সাধারণ নির্বাচন বাতিল করা ছাড়াও আঞ্চলিক সরকারের কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়ার কথা ছিল। (মান্না/নীলাম্বর)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040