সশস্ত্র বাহিনীতে সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝতে হবে: চীনা প্রেসিডেন্ট
  2016-12-04 15:02:01  cri

ডিসেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীতে সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ভালো করে বুঝতে হবে। তিনি গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় সামরিক কমিটির এক কর্মসম্মেলনে এ কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হলে চলমান সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় তিনি চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিক সামরিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সি চিন পিং বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধের পদ্ধতি ও দেশের কৌশলগত চাহিদা পরিবর্তনের সাথে সে বাহিনী সহজে খাপ খাইয়ে নিতে পারে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারা একটা শক্তিশালী ও আধুনিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040