পদত্যাগ করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
  2016-12-04 13:34:41  cri
পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। তিনি বলেছেন, পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি পার্লামেন্টকে পথ খুঁজে বের করার জন্য বলেছেন।

ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এক বন্ধুকে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করার সুযোগ দেয়ার অভিযোগ রয়েছে জিউন হাইয়ের বিরুদ্ধে। এই তদন্তের জের ধরে তার পদত্যাগের দাবি ওঠে।

প্রেসিডেন্ট বলেছেন, পদত্যাগ করার জন্য প্রয়োজনবোধে নিজের মেয়াদের সময়সীমা কমিয়ে আনবেন। দক্ষিণ কোরিয়ার বিরোধী দল প্রেসিডেন্টের অভিশংসনের দাবি জানিয়ে আসছে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে পার্ক জিউন হাই বলেছেন, কোন ধরনের ঝুট-ঝামেল ছাড়া আইনপ্রণেতারা আমার মেয়াদসীমা কমিয়ে আনার বিষয়ে একমত হবে তখন আমি পদত্যাগ করব।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040