শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ১৪তম এবং 'ব্রিকস গ্রুপ-২০১৬' অ্যাটর্নি জেনারেল সম্মেলন সান ইয়াতে শুরু
  2016-12-01 19:07:05  cri

ডিসেম্বর ১: শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ১৪তম এবং 'ব্রিকস গ্রুপ-২০১৬' অ্যাটর্নি জেনারেল সম্মেলন গতকাল (বুধবার) চীনের হাই নান প্রদেশের সান ইয়া শহরে শুরু হয়েছে। 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও আইন কমিশনের সাধারণ সম্পাদক মেং চিয়ান চু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তিনি বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর অ্যাটর্নি জেনারেল সম্মেলন ব্যবস্থা হচ্ছে এই সংস্থার সদস্য দেশগুলোর আইন ব্যবস্থাপনা ও সহযোগিতা চালানোর এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এবারের সম্মেলন এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সন্ত্রাসদমন সংক্রান্ত আইনগত ব্যবস্থা সুসংহত হওয়া এবং সন্ত্রাস অপরাধের বৈশিষ্ট্য গবেষণা করার জন্য চীনা গণ প্রসিকিউটর সংস্থা অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, 'ব্রিকস গ্রুপ' অ্যাটর্নি জেনারেল সম্মেলন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে ব্রিকস গ্রুপের পাঁচটি দেশকে আইন প্রণয়ন ও সহযোগিতা চালানোর জন্য এক নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি করা। এবারের সম্মেলন এই অঞ্চলের দুর্নীতিদমন জোরদারে ইতিবাচক ভূমিকা পালন করছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040