ভারতে বিশ্বের সর্বোচ্চ সৌরবিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠিত
  2016-12-01 18:18:07  cri

ডিসেম্বর ১: ভারতের তামিলনাডু রাজ্যে প্রতিষ্ঠিত সৌরবিদ্যুত্ কেন্দ্রের ছবি প্রকাশ করেছে দেশটি। এই কেন্দ্রের দক্ষতা ৬৪৮ মেগাওয়াট এবং আয়তন ১০ বর্গকিলোমিটার বলে বিশ্বে সর্বোচ্চ সৌরবিদ্যুত্ কেন্দ্রে পরিণত হয়েছে। ‌আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, এই কেন্দ্রের নির্মাণকাজ শুধু ৮ মাসের মধ্যে সম্পন্ন হয়। প্রতিদিন এখানে পরিষ্কারের কাজটি করে রোবট। এই রোবটের গায়ে ব্যবহৃত হয় সৌর শক্তি-চালিত ব্যাটারি। গোটা সৌরবিদ্যুত্ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৬৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। এই কেন্দ্র ১ লাখ ৫০ হাজার পরিবারকে বিদ্যুত্ সরবরাহ করবে বলে অনুমান করা হচ্ছে।

এক পরিসংখ্যানে বলা হয়, ভারতে সৌর বিদ্যুত্শক্তি উত্পাদনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ২০১৭ সালে দেশটি সম্ভবত বিশ্বের তৃতীয় বৃহত্ সৌরশক্তির দেশ হবে। বাকী দুটি দেশ হলো আলাদাভাবে চীন ও যুক্তরাষ্ট্র। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040