ইসলামাবাদে 'চীনের সিনচিয়াং সাংস্কৃতিক সপ্তাহ-২০১৬' অনুষ্ঠিত
  2016-11-30 19:12:16  cri

নভেম্বর ৩০: 'সুন্দর চীন ও বৈচিত্র্যময় সিনচিয়াং' শীর্ষক 'চীনের সিনচিয়াং সাংস্কৃতিক সপ্তাহ-২০১৬' ২৩ থেকে ২৮ নভেম্বর সাফল্যের সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উপলক্ষে এবারের সাংস্কৃতিক সপ্তাহ দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রীকে এগিয়ে নেয়া এবং দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করায় ইতিবাচক ভূমিকা পালন করেছে। 

২৭ নভেম্বর চীনা পরিবেশনাদল পাক সরকারি কর্মকর্তা এবং পাকিস্তানে বহু দেশের কূটনীতিক ও বিভিন্ন মহলের প্রতিনিধিদের সামনে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে। ২৬ নভেম্বর, সিনচিয়াংয়ের মুখামু শিল্পীদল পাক জাতীয় শিল্প কমিটিতে পাক দর্শকদের জন্য নৃত্য গীত ও নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সেই সঙ্গে, চীনা প্রতিনিধিদলের সদস্যরা পাক সুরকার, নৃত্যশিল্পীদের সঙ্গে পারস্পরিকভাবে অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040