প্রথম 'কুয়াংচৌ-দক্ষিণ এশিয়া' সড়ক ও রেলপথ সরবরাহ লাইন চালু
  2016-11-30 18:35:23  cri

নভেম্বর ৩০: প্রথম 'কুয়াংচৌ-দক্ষিণ এশিয়া' সড়ক ও রেলপথ আন্তর্জাতিক সরবরাহ লাইন আজ (বুধবার) চালু হয়েছে। এ লাইনের মাধ্যমে চীনের কুয়াং তুং প্রদেশ, তিব্বত ও নেপালের মধ্যে সড়ক ও রেল-যোগাযোগ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 

একই দিন চীন-নেপাল শিল্প সহযোগিতা ও লজিস্টিক্স পার্ক নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ পার্ক কুয়াংচৌতে নেপালসহ বিদেশি ব্যবসায়ীদের আরো সুবিধাজনক ও কার্যকর বাণিজ্যিক পরিষেবা সরবরাহ করবে। এর মধ্যে অর্থনৈতিক, লজিস্টিক্স, পণ্যদ্রব্য সংরক্ষণ এবং আবেদন প্রক্রিয়া সহজীকরণ ইত্যাদি পরিষেবা রয়েছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040