আজকের টপিক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়ার সাক্ষাত্কার
  2016-11-29 18:28:01  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সম্প্রতি বাংলাদেশস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশের থিংকট্যাংক ও গণমাধ্যমের ১৫ সদস্যের প্রতিনিধিদল চীন সফর করেছেন। এক সপ্তাহব্যাপী এ সফরে তারা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, শাংহাই সমাজবিজ্ঞান একাডেমি, শাংহাই নগর পরিকল্পনা প্রদর্শনীসহ বিভিন্ন সংস্থায় যান ও সেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধ্যাপক সুকোমল বড়ুয়া

এ প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার ও বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সুকোমল বড়ুয়া

দেশ ছাড়ার আগে এবারের চীন সফর সম্পর্কে এক বিশেষ সাক্ষাত্কার দেন অধ্যাপক বড়ুয়া। এতে তিনি চীন সফরের অনুভূতি, চীনের প্রেসিডেন্ট সি'র স্বপ্নের কথা, চীন-বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে মন্তব্য করেছেন।

বন্ধুরা, আজকের টপিক আসরে আপনারা শুনুন অধ্যাপক সুকোমল বড়ুয়ার সাক্ষাত্কারের চুম্বক অংশ। (ইয়ু / তৌহিদ)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040