জংলিয়াও গ্রাম টেকসই উন্নয়ণের কথা
  2016-11-28 14:18:48  cri
হাইনান প্রদেশের সানইয়া শহরের জংলিয়াও একটি সুন্দর ও সবুজ গ্রাম। গ্রামটি বিখ্যাত্ ইয়ালংওয়ান জাতীয় পর্যটন এলাকার কাছাকাছি অবস্থিত। একাধিক রিয়েল এস্টেট কোম্পানি এখানে জমি কিনে বহুতল ভবন নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু গ্রামটির কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক লিন চেলিয়াংয়ের নেতৃত্বে গ্রামবাসীরা তাদের সে চাওয়া পূরণ হতে দেননি। গ্রামবাসী সামান্য অর্থের বিনিময়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হতে দিতে নারাজ। বর্তমানে জংলিয়াও গ্রাম সবুজ পাহাড়, নীল পানি এবং লি জাতির বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই এখানকার পর্যটন শিল্প দ্রুত এগিয়ে চলেছে সামনের দিকে।

জংলিয়াও গ্রাম সানইয়া শহরের ইয়ালং ও হাইথাং উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত। গ্রামটি সানইয়া শহরের কেন্দ্রীয় অঞ্চল থেকে গাড়িতে মাত্র আধা ঘন্টার পথ। গ্রামের প্রাকৃতিক পরিবেশ সুন্দর। এজন্যই, যেমনটা আগেই বলা হয়েছে, অনেক রিয়েল এস্টেট কোম্পানি এখানে ব্হুতল ভবন, হোটেল, পর্যটনকেন্দ্র ইত্যাদি গড়ে তুলতে চেয়েছিল। বিশেষ করে ২০১০ সালে হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ উন্নয়ন নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের কাজ চালু হওয়ার পর অনেক প্রতিষ্ঠানের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়। কিন্তু সানইয়া শহরের পরিকল্পনায় এই গ্রাম অন্তর্ভুক্ত ছিল না। ২০১০ সালে লিন চেলিয়াং গ্রামটির সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। তিনি এসব প্রতিষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দেন। এ সম্পর্কে তিনি বলেন, "হাইনান প্রদেশে আন্তর্জাতিক পর্যটন দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের আগে থেকেই কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি আমাদের গ্রামে বহুতল ভবন নির্মাণের আগ্রহ দেখায়। কিন্তু আমরা তাদের সে অনুমতি দেই নাই।"

আসলে যাদের জমি আছে তাদের সহজে অর্থ উপার্জনের উপায় হলো রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে ব্যবসা করা। তাই গ্রামবাসীদের কেউ কেউ কোম্পানিগুলোর প্রস্তাবে সাড়া দিতে চাচ্ছিলেন। কিন্ত লিন চে লিয়াও তাদের বুঝিয়ে বলেন। তিনি তাদের বলেন, টেকসই উন্নয়নের সবুজ পদ্ধতি হল একমাত্র স্থায়ী গ্রহণযোগ্য উন্নয়নের পথ। এ সম্পর্কে তিনি বলেন, "আমরা নিজ নিজ বুদ্ধিমতো টাকা উপার্জন করতে চাই। এটা সত্য যে, চীনের কিছু কিছু গ্রামে রিয়েল এস্টেট কোম্পানিগুলো কাজ করেছে এবং এর ফলে গ্রামবাসীরা কাঁচা টাকা পেয়েছেন। কিন্তু বিনিময়ে গ্রামের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে।"

গ্রামবাসীকে বোঝাতে লিন চে লিয়াং ও তাঁর সহকর্মীদের ব্যাপক কাজ করতে হয়েছে। তাঁরা গ্রামবাসীর সামনে গ্রামের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন। তাঁদের প্রচেষ্টায় গ্রামবাসীরা সবুজ উন্নয়নের সুফল সম্পর্কে বুঝতে পারেন। রিয়েল এস্টেট কোম্পানিগুলোও গ্রামে বহুতল ভবন নির্মাণে আশা পরিত্যাগ করে।

জংলিয়াও গ্রাম প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে। ২০১৫ সালে জংলিয়াও গ্রাম সানইয়া শহরের প্রথম শ্রেণির 'সুন্দর গ্রাম' তালিকায় অন্তর্ভুক্ত হয়। সানইয়ার স্থানীয় সরকার বিশেষজ্ঞ পাঠিয়ে গ্রামটিকে গড়ে তুলতে সাহায্য করে। বিশেষজ্ঞদের সহায়তায় গ্রামের অবকাঠামো উন্নত হয়েছে। অথচ এর জন্য কোনো গাছ কাটা হয়নি, কোনো বাড়ি ভাঙা হয়নি, জমি অধিগ্রহণ করা হয়নি।

গ্রামটির বাসিন্দারা নিজেদের জন্মস্থানকে ভালবাসেন। তিন বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর লি হুই শুয়াং নিজের জন্মস্থানে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি সুন্দর গ্রাম পরিকল্পনা সম্পর্কে বলেন, "আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নিজের জন্মস্থানে ফিরে এসেছি। আমার অনেক ভালো লাগে এখানে থাকতে। আমি মনে করি, আমার সিদ্ধান্ত ঠিকই আছে। এখন আমাদের গ্রাম আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিণত হয়েছে।"

সুন্দর ও পরিষ্কার জংলিয়াও গ্রাম সানইয়ার শহরাঞ্চল ও সারা চীনের পর্যটকদেরকে আকর্ষণ করছে। সানইয়া শহরের পর্যটক মাদাম চেন বলেন, গ্রামটি তার অনেক পছন্দ। তিনি বলেন, "এখানে অনেক সুন্দর দৃশ্য আছে। চারদিকে সবুজ আর সবুজ। বাতাসও ফ্রেশ। আমাদের শহরের চেয়ে অনেক ভাল। আমি এখানকার পরিবেশ পছন্দ করি।"

জংলিয়াও গ্রামের বাসিন্দারা পর্যটন ব্যবসা করে ধনী হয়েছেন। কোনো কোনো বাসিন্দা পারিবারিক হোটেল ও রেস্তোরাঁ খুলেছেন। কোনো কোনো বাসিন্দা লি জাতির বৈশিষ্ট্যময় কফি শপ খুলেছেন। লিন চে লিয়াংয়ের নেতৃত্বে গ্রামে প্রাকৃতিক দর্শনীয় স্থান উন্নত হয়েছে, নির্মিত হয়েছে চলচ্চিত্র উন্নয়নকেন্দ্র। জংলিয়াও গ্রামের 'বসন্তকালীন' কফি শপের পরিচালিকা ফু ছুন বলেন, গ্রামটি সুন্দর থেকে সুন্দররত হয়েছে। তিনি আশা করেন, বেশি বেশি পর্যটক গ্রামে বেড়াতে আসবেন। তিনি বলেন, "গ্রামটি আগে এতো সুন্দর ছিল না। এখন গ্রামে সড়ক হয়েছে, সবুজ অংশও বেড়েছে। অনেক পর্যটক আমার কফি শপে আসেন। আমার ব্যবসাও ভাল। আমি আশা করি, আরো বেশি অতিথি আমাদের গ্রামে আসবেন।'

লি চে লিয়াং ও গ্রামের কমিটি জংলিয়াও সুন্দর গ্রাম উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। এ কোম্পানিতে বাসিন্দারা স্বেচ্ছায় শ্রম বা ভূমি দিয়ে অংশ নিতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন, "কোম্পানিটি মূলত গ্রামের সকল পর্যটন ব্যবসা ও অবকাঠামো নির্মাণ তদারকি করবে। কোম্পানির সদস্যরা বছর বছর লভ্যাংশ পাবেন। আমরা আশা করি, গ্রামবাসীরা এভাবে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে ব্যবসা করার চাইতেও বেশি লাভবান হবেন।"

ভবিষ্যতে জংলিয়াও গ্রামকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশা করা যায়, গ্রামে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা দিন দিন বাড়বে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040