সুর ও বাণী : পপ সংগীত ও অপেরার মিশ্রণ
  2016-11-23 22:31:51  cri


বন্ধুরা, 'ডিং খ্য লোং তোং ছিয়াং' চীনের কেন্দ্রীয় টেলিভিশনে প্রচারিত চীনের ঐতিহাসিক অপেরা এবং জনপ্রিয় সংগীতের মিশ্রণে এক ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। চীনের তারকারা দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় অপেরা মাস্টারের কাছ থেকে অপেরার অভিনয় ও গাওয়ার কৌশল শিখে জনপ্রিয় সংগীত দলের সাথে অপেরায় অংশগ্রহণ করেন। ২০১৫ সালের ১ মার্চ অনুষ্ঠানটি প্রচারের পর থেকে দর্শকরা নানা ধরনের অনুভুতি প্রকাশ করেছেন। আজের 'সুর ও বাণী' আসরে এ অনুষ্ঠান থেকে বাছাই করা কয়েকটি গান আপনাদের শোনাবো।

ফাং চিয়া হুই আর ইয়ু ওয়েই কাং

বন্ধুরা, প্রথমে শুনুন তাইওয়ানের গায়িকা ফাং চিয়া হুই এবং ছু অপেরার অভিনেতা ইয়ু ওয়েই কাংয়ের গাওয়া 'নালুওয়ানের প্রেমের গান'। এ গানের তাইওয়ানের আদিবাসী সঙ্গীতের ভাব আছে। এ গানের সাথে চীনের হুপেই প্রদেশের স্থানীয় অপেরা --- ছু অপেরার অংশ যোগ করা হয়েছে। ছু অপেরার প্রায় দেড় শ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ছু অপেরা হুপেই প্রদেশে ব্যাপক জনপ্রিয়। ২০০৬ সালের ২০ মে চীনের রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে ছু অপেরাকে প্রথম কিস্তি চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বন্ধুরা, শুনুন 'নালুওয়ানের প্রেমের গান' ।

অবৈষয়িক সাংস্কৃতিক হচ্ছে গণভিত্তিক জীবিত সংস্কৃতির উত্তরাধিকার। এর মাধ্যমে এ অঞ্চলের ঐতিহাসিক পটভূমি এবং ঐতিহ্যবাহি রীতিনীতি প্রতিফলিত হয়। এবার 'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠানে ভালোভাবে অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রচার করার জন্য বেইজিং, চেচিয়াং, সিছুয়ান ও আনহুইসহ বিভিন্ন অঞ্চলে গেছে।

হান লেই আর চিয়াং খ্য

বন্ধুরা, এখন আপনারা শুনুন কণ্ঠশিল্পী হান লেই এবং পঞ্চম প্রজন্মের খুনছু অপেরার উত্তরাধিকারী চিয়াং খ্য'র গাওয়া 'তোমার সঙ্গে আকাশের সীমানায় যাবো' নামে একটি গান। এ গানটি ভালোভাবে পরিবেশনের জন্য হান লেই খুনছু অপেরার উচ্চারণ ও এর পিছনের গল্প নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন। তিনি প্রায় চিয়াং খ্যয়ের সঙ্গে গভীর রাত পর্যন্ত রিহার্সেল করেন।

সুপ্রিয় বন্ধুরা, 'জেসমিন ফুল' নামে একটি গান সারা বিশ্বে চীনের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়েছে। অনেক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ সুর বাজাতে হয়। এ গানটি দক্ষিণ চীনের লোকসংগীত ছিল। এবার 'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠানে গায়িকা হুয়াং লিং এবং উ অপেরার অভিনেতা কাও বো ওয়েন নতুন আঙ্গিকে 'জেসমিন ফুল' গানটি গেয়েছেন। তারা এ গানের মধ্যে সুচৌয়ের স্থানীয় অপেরা 'পিং থান' যোগ করেছেন। তাদের পরিবেশনা দর্শক এবং পরীক্ষকদের ভীষণ প্রশংসা পেয়েছে। সুচৌয়ের কথা খুব কোমল। বন্ধুরা, উপভোগ করুন 'জেসমিন ফুল' গানটি।

হুয়াং লিং আর কাও বো ওয়েন

তরুণ-তরুণীরা সাধারণত পপ সংগীত পছন্দ করেন। তবে চীনে যে কত রকম স্থানীয় অপেরা আছে তাও সবাইকে জানানো উচিত। এবার চীনের কেন্দ্রীয় টেলিভিশন 'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অপেরাকে জনসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে। এ কাজে তারা বেশ সফল হয়েছে। তাদের বিশ্বাস চীনের ঐতিহ্যবাহি অপেরাগুলোও নতুন ফ্যাশনে পরিণত হবে।

চীনের অপেরার কথা বললে বেইজিং অপেরা কোনভাবে ভুলে গেলে চলবে না। এবারের টিভি অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা ইয়ু রোং কুয়াং আর বেইজিং অপেরার অভিনেতা হু ওয়েন গে 'সাদা চাঁদের আলো' নামে একটি গান পরিবেশন করেন। এ গানে তারা বেইজিং অপেরা 'মাতাল রাণী' এর অংশ বিশেষ যোগ করেন। ইয়ু রোং কুয়াং এ গানে একাই থাং রাজবংশের সম্রাট থাং মিং হুয়াং এবং তার কর্মকর্তা কাও লি শি'-এর চরিত্রে অভিনয় করেছেন। হু ওয়েন গে সম্রাট থাং মিং হুয়াংয়ের রাণী ইয়াং কুই ফেইয়ের চরিত্রে অভিনয় করেন। শুনুন পপ সংগীত কীভাবে বেইজিং অপেরার সাথে যোগ করা হয়।

ইয়ু রোং কুয়াং আর হু ওয়েন গে

'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠানে শুধু চীনের জনপ্রিয় তারকা আছে তা নয়, এতে বিদেশী তারকাও রয়েছে। প্রতি অনুষ্ঠানে পাঁচ গ্রুপ তারকা এক একটি জায়গায় গিয়ে সেখানকার বিলুপ্ত হওয়া অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার খুঁজে বের করেন। তারা সেখানকার সাধারণ অধিবাসীদের সঙ্গে কথা বলে আধুনিক গান এবং স্থানীয় অপেরা যোগ করেন। তারপর সম্পূর্ণ নতুনভাবে পরিবেশনের চেষ্টা করেন। অর্থাত্ প্রাচীন শিল্পের মধ্যে টাটকা বিষয় ঢোকানোর চেষ্টা করেন।

শ্রোতাবন্ধুরা, এখন আপনারা শুনছেন 'চীনা ভাষা' নামে একটি গান। গেয়েছেন ছু ইং এবং ওয়াং শু ছাই। এরা দু'জন পেশাগত কণ্ঠশিল্পী নন। ছু ইং একজন নামকরা মডেল। ওয়াং শু ছাই বেইজিংয়ের ছিনশু নামে এক ধরণের লোক সংগীত শিল্পী।

'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠান প্রচারের পর ইন্টারনেটে এর পেজ ভিউর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়ে যায়। এ অনুষ্ঠান সম্পর্কে পেজ ভিউ ৩৩ লাখ ৫৭ হাজারে পৌঁছেছে। অনেক দর্শক এ অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভির প্রশংসা করেছেন।

বন্ধুরা, এখন শুনুন শু শিং এবং লিউ সিয়ান ওয়েইয়ের গাওয়া 'শুধু গায়ক নয়' নামের একটি গান। এ গানে তারা সি চৌ অপেরা 'মায়ের বাড়িতে ফিরে যাওয়ার' অংশ বিশেষ যোগ করেন।

প্রিয় বন্ধুরা, এখন চীনের টেলিভিশনে নানা ধরণের রিয়ালিটি শো খুব জনপ্রিয়। দর্শকরা বিনোদন অনুষ্ঠান দেখার সময় নিজের পছন্দের তারকাদের আসল দিকও জানতে চান। এ অনুষ্ঠানগুলোর মাধ্যমে তাদের এ ইচ্ছা পূরণ হয়। অভিনেতা, অভিনেত্রী বা কণ্ঠশিল্পীরা টেলিভিশনে এসে কোনো নতুন বিষয় বা কৌশল শেখেন। শেখার প্রক্রিয়ায় অনেক মজার ঘটনা ঘটতে পারে। তারা পরিশ্রম করার পর অবশেষে সাফল্যের সঙ্গে তা পরিবেশন করেন। এ প্রক্রিয়া দেখে দর্শকরা অনেক মজা পান। 'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠানও তাই।

দাই ছুয়ান

তরুণ গায়ক দাই ছুয়ান বেইজিং অপেরার অভিনেতা ছিউ চি রোংয়ের কাছ থেকে বেইজিং অপেরা শিখেছেন। তারা একসাথে 'ছুটি ও তরবারি স্বপ্নের মতো' নামে একটি গান গেয়েছেন। গানে তারা বেইজিং অপেরা 'চা মেই আন' এর অংশ বিশেষ যোগ করেছেন।

বন্ধুরা, আজ আমি চীনের সিসিটিভিতে প্রচারিত 'ডিং খ্য লোং তোং ছিয়াং' অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। এ অনুষ্ঠানটি ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠানের কাঠামো ভেঙ্গে বিনোদন অনুষ্ঠানের নতুন কাঠামো সৃষ্টি করেছে। এ সম্পর্কিত গানগুলো শুনে আপনাদের কেমন লেগেছে?

অনুষ্ঠানের শেষে শুনুন হো চন এবং সু ব্যান্ডের গাওয়া 'হোং পরিবারের দুনিয়া' নামের গানটি।

প্রিয় বন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসর এ পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে খুশি হবো। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040