চীনের ইউসিএএস-র পিএইচডি গবেষক আহসান হাবিবের সাক্ষাত্কার
  2016-12-05 13:46:26  cri

 


সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে শুরুতে আপনারা শিক্ষাসম্পর্কিত একটি খবর শুনেবেন। এরপর শুনবেন ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (ইউসিএএস)-র কিছু তথ্য ও ইউসিএএস-র পিএইচডি গবেষক আহসান হাবিবের সাক্ষাত্কার।

খবর:

নভেম্বর মাসের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এপেকের শীর্ষসম্মেলনে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গে পেরুসহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফর করেন। তার সফর উপলক্ষ্যে পেরুর রাজধানী লিমার জাতীয় গ্রন্থাগারে 'প্রথম চীনা বই কেন্দ্র'-র উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

চীনের বিদেশি ভাষা ব্যুরো ও পেরুর জাতীয় গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়, যা ল্যাটিন আমেরিকায় প্রথম চীনা বইয়ের কেন্দ্র।

চীনের প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হুয়াং খুন মিং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পেরুতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর ও এপেকের শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের সময় পেরুর জাতীয় গ্রন্থাগারে এমন উত্সাহব্যাঞ্জক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এটি দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ সাফল্যের সাক্ষী যা খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ তাত্পর্যময়। চীনা বই কেন্দ্র অবশ্যই পেরুর জনগণের কাছে চীনা সংস্কৃতি তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং দু'দেশের সাংস্কৃতিক মহলের ব্যক্তিদের বিনিময়ের জায়গায় পরিণত হবে। এ কেন্দ্রটি পেরুর জনগণকে চীনা ইতিহাস ও সংস্কৃতি জানা ও আধুনিক চীনকে বোঝার জন্য অনেক সাহায্য করবে বলে বিশ্বাস করেন হুয়াং।

ইউসিএএস:

ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (ইউসিএএস) চীনের শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিজ্ঞানসম্মত বিশ্ববিদ্যালয়ের অন্যতম। বিশ্ববিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রশিক্ষণ সংমিশ্রণের চিন্তাধারা অনুসরণ করে এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক-ব্যবস্থা, শিক্ষক, প্রশিক্ষণ পদ্ধতি ও বিজ্ঞানসম্মত-গবেষণা সুষমভাবে সংমিশ্রিত হয়েছে।

রাজধানী বেইজিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের চারটি ক্যাম্পাস আছে। বেইজিংয়ের বাইরে রয়েছে ৫টি প্রশিক্ষণ ঘাঁটি আর ১১৭টি গবেষণাগার।

২০১৪ সাল থেকে এ বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ভর্তি করা শুরু করে। গত বছরের শেষ নাগাদ, এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০ জন, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ৪৪ হাজার ৫০০ জনেরও বেশি এবং তাদের মধ্যে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা প্রায় অর্ধেক। বিশ্বের ৮২টি দেশ ও অঞ্চলের অসংখ্য শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস সহ বিভিন্ন গবেষণাগারে লেখাপড়া করছেন।

এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রধান বিষয়ের গবেষণা-ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, টেলিযোগাযোগ ও কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ের গবেষণার উন্নত মানে দাঁড়িয়েছে।

এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহযোগিতা ব্যাপক। জার্মানি, ফ্রান্সের জাতীয় গবেষণা কেন্দ্র, রুশ বিজ্ঞান একাডেমি ও মার্কিন বিজ্ঞান একাডেমিসহ বিশ্বের ৬০টিরও বেশি উচ্চ প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। এ ছাড়া, ডেনমার্কের বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন ৮টি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে 'চীন-ডেনমার্ক' একাডেমি গড়ে তুলেছে ইউসিএএস।

আহসান হাবিব ইউসিএএস-এর ইনস্টিটিউট অব ক্যামেস্ট্রি, বেইজিং-এ পিএইচডি করছেন।

সিআরআই বাংলার অনুষ্ঠানে আজ আমরা তার গবেষণার বিষয় সম্পর্কে বিস্তারিত শুনবো।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040