আসামের বাংলা সাহিত্যের উন্নয়ন নিয়ে সাক্ষাত্কার
  2016-11-22 19:21:51  cri

সুপ্রিয় শ্রোতা, খোলামেলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী ভারতের আসাম রাজ্যের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের প্রধান। তিনি অনেক দিন ধরে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করে আসছেন। তিনি নোলিনিকান্ত গুপ্ত স্মৃতি পুরষ্কার এবং ইয়াদু সম্রাট পি.সি সরকার স্মারক সম্মাননা পেয়েছিলেন। গত ১২ ও ১৩ নভেম্বর চীনের শেনচেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারতবিদ সেমিনারে তিনি অংশগ্রহণ করেন এবং সৌর সংস্কৃতি ও চন্দ্র সংস্কৃতির ওপর নিজের গবেষণা তুলে ধরেন। এবারের খোলামেলা অনুষ্ঠানে তার সাক্ষাতকার নিয়েছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। (স্বর্ণা/তৌহিদ।)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040