বাংলাদেশে প্রথম নারী ইঞ্জিনিয়ার্স কংগ্রেস
  2016-11-20 15:37:57  cri

বর্তমানে দেশের মোট প্রকৌশলী শিক্ষার্থীর ৩০ শতাংশই নারী বলে জানিয়েছে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)। সম্প্রতি বুয়েটের একটি পরিসংখ্যানে দেখা গেছে, স্নাতক পর্যায়ে মোট ৫২৮১ শিক্ষার্থীর মধ্যে চার হাজার ১৫৯ জন পুরুষ এবং এক হাজার ১২২ জন নারী। স্নাতোকত্তর পর্যায়ে পাঁচ হাজার ৪৫৪ জনের মধ্যে এক হাজার ২৭ জনই নারী। স্নাতক সম্পন্ন করে সাধারণত নারী শিক্ষার্থীরা এ পেশায় না থেকে ঝড়ে পরে। এ অবস্থা থেকে উত্তোরন ও নতুন নারী প্রকৌশলীদের উত্সাহিত করতে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী প্রথম নারী ইঞ্জিনিয়ার্স কংগ্রেস উদযাপিত হলো ঢাকায়।

২০১৩ সালে বাংলাদেশে ট্রিপলি ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ ইলিকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড সাইন্স বিষয় একটি কংগ্রেস আয়োজন করলেও নারী প্রকৌশলীদের জন্য এবছর প্রথম কংগ্রেসের আয়োজন করছে বুয়েরট ক্যারিয়ার ক্লাব।

ইন্ডাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ৩য় বর্ষের নুজাত জাহান বলেন, পাশ করার পরে মেয়েদের কাজের সুযোগ ও পরিবেশ সব সময় অনুকূল থাকে না। সে যে বিষয় পড়ছে সে বিষয় চাকরির সুযোগগুলো হয় গাজিপুর ও সাভারে। তাই অনেকের পক্ষেই ঢাকা থেকে সেখানে গিয়ে কাজ করা হয়না। তখন তাকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে কর্পোরেট জবে প্রবেশ করতে হয়।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের সুহা তাবিল বলেন, নারী ইঞ্জিনিয়ারা পেশা পরিবর্তন যাতে না করে সেজন্যই এই কংগ্রেস। আমরা আশাবাদি আমাদের উদ্দেশ্য সফল হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের ছাত্রী সাবিহা মাহমুদ বলেন, পাশ করার পর আশা করছি চাকরি পেতে কষ্ট হবে না। একটি ভাল চাকরির প্রত্যাশা আমার। আশা করছি তা পুর্ণ হবে।

বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম নারী অধ্যাপক এবং ২০১৬-আইট্রিপলি রিজিওনটেন (এশিয়া পেসিফিক) ওমেন ইন ইঞ্জিনিয়ারিং-এর সম্বয়ক ড. সেলিয়া শাহনাজ বলেন, স্কুল থেকেই মেয়েদের প্রকৌশল পেশাটির প্রতি আগ্রহী করতে প্রচারনা চালাতে হবে। আমরা শুধু মেয়েদের আর পরিবারকে উত্সাহিত করতে চেষ্টা করছি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040