চীনের অনলাইন কেনাকাটা দিবস ও আইন প্রণয়ণের মাধ্যেম ই-কমার্সের ওপর নজরদারি জোরদার করবে চীন সরকার
  2016-11-16 15:27:39  cri

 



১১ নভেম্বর, চীনের অনলাইন কেনাকাটা দিবস। ই-কমার্স জায়ান্ট আলিবাবা, চলতি বছরের ১১ নভেম্বর মাত্র ৭ মিনিটের মধ্যে আলিবাবার অনলাইন প্লাটফর্মে কেনাকাটা ১০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, চীনের ই-কমার্স বিশ্বে এগিয়ে আছে। ভবিষ্যতে আইন প্রণয়ণসহ নানা পদ্ধতির মাধ্যমে ই-কমার্স আরও উন্নত হবে।

১০ নভেম্বর দিবাগত রাত বারোটা বাজার ৫২ সেকেন্ডের মধ্যে আলিবাবার অনলাইন প্লাটফর্মে বিক্রি হয় ১০ লাখ ইউয়ান মূল্যের পণ্য। ৬ মিনিট ৫৮ সেকেন্ড পর এ পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি ইউয়ান। আর ১১ নভেম্বর সকাল ৭টায় এ প্লাটফর্মে বিক্রির পরিমাণ দাঁড়ায় ৫৭১০ কোটি ইউয়ান। আর দিন শেষে আলিবাবার প্লাটফর্মে বিক্রির পরিমাণ দাঁড়ায় ১২,০৭০ কোটি ইউয়ান, যা একটি নতুন রেকর্ড।

আলিবাবা ছাড়া, চিন তুং, কুও মেই এবং সু নিংসহ অন্যান্য ই-কমার্স কোম্পানিও এই দিনে বিপুল পরিমাণ পণ্য বিক্রি করে। ১১ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত চীনের এমন ১৬টি প্রধান ই-কমার্স প্লাটফর্মে পণ্যের বিক্রির পরিমাণ ছিল ৭৬০০ কোটি ইউয়ান।

বিগত কয়েক বছরে, ই-কমার্স কোম্পানিগুলো গ্রামাঞ্চলে ব্যবসা সম্প্রসারিত করে। আলিবাবার সিইও ছাং ইউয়ং বলেন, চলতি বছর তারা গ্রামীণ অঞ্চলে ক্রেতাদের উপাত্ত এবং কৃষিপণ্যের বিক্রির পরিমাণসহ নানা তথ্য সংগ্রহ করেন। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা দেখেন যে, গ্রামীণ অঞ্চলের ভোগ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ছাং ইউয়ং বলেন, এবার অনলাইন কেনাকাটা দিবসে গ্রামীণ ভোক্তারা ব্যাপকভাবে অনলাইনে পণ্য কিনেছেন। অবশ্য আমরা শুধু যে গ্রামীণ মানুষের কাছে কৃষিপণ্য বিক্রি করি তা নয়, শহরের মানুষের কাছেও কৃষিপণ্য বিক্রি করি।

প্রতি বছরের ১১ নভেম্বর অনলাইন কেনাকাটা দিবসে এক্সপ্রেস ডেলিভারি কোম্পানিগুলোকে সবচেয়ে ব্যস্ত সময় কাটাতে হয়। চায়না পোস্টের আনুমানিক হিসেব অনুযায়ী, এবার অনলাইন কেনাকাটা দিবসে প্যাকেজের পরিমাণ ১০০ কোটি ছাড়িয়ে যায়।

চে চিয়াং প্রদেশের নিং পো শহর, চীনের প্রথম আন্তঃসীমান্ত ই-কমার্স পরীক্ষা শহরগুলোর অন্যতম। বেই সি এক্সপ্রেস ডেলিভারির নিং পো শহরে ১২ হাজার বর্গমিটার আয়তনের একটি গুদাম আছে। গুদামের দায়িত্বশীল ব্যাক্তি ছেন মিং পি একটি লাউডস্পিকার দিয়ে কর্মীদের নির্দেশ দিয়ে যান অনবরত। তিনি জানিয়েছেন, অনলাইন কেনাকাটা দিবস উপলক্ষ্যে তারা ৫-৬ গুণ বেশি কর্মী নিয়োগ করেছেন, যারা পর্যায়ক্রমে ২৪ ঘন্টা কাজ করে। তাদের লক্ষ্য এক সপ্তাহের মধ্যে সব প্যাকেজ ভোক্তার কাছে পোঁছানো।

ছেন মিং পি বলেন, "অনলাইন কেনাকাটা দিবস চলাকালে আমরা প্রায় ২০ লাখ প্যাকেজ ডেলিভারি করি। আসলে অক্টোবর থেকে আমরা পণ্যগুলো প্রস্তুত করি। এখন ১৫০০-১৮০০ জন কর্মী কাজ করছে এবং দুটি পালা করে তারা ২৪ ঘন্টা কাজ করে। ১৬ নভেম্বরের আগে ২০ লাখ প্যাকেজ ডেলিভারির কাজ শেষ হবে।"

চলতি বছরের অনলাইন কেনাকাটা দিবস আবার প্রমাণ করেছে যে, ই-কমার্স চীনা খুচরা ভোগ্যপণ্য বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ২০১৫ সালে চীনা ই-কমার্স প্লাটফর্মে মোট বিক্রির পরিমাণ ছিল ২১.৮ ট্রিলিয়ান ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি। বস্তুত চীন ই-কমার্সের বড় একটি দেশে পরিণত হয়েছে।

চীনা উপ-বাণিজ্যমন্ত্রী ফেং আই ছিং ১১ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলনে বলেন, "চীনা ই-কমার্স বিশ্বে এগিয়ে আছে। অনলাইন কেনাকেটার পরিমাণ, বাণিজ্যিক কাঠামো এবং প্রযুক্তিসহ নানা বিষয়ে চীন বিশ্বমানে পৌঁছেছে। তবে পণ্যের মান, মূল্য ইত্যাদি নিয়ে কারসাজি হচ্ছে না, তা নয়। ভবিষ্যতে আইন প্রণয়ণের মাধ্যেম ই-কমার্সের ওপর নজরদারি জোরদার করবে চীন সরকার।" (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040