আজকের টপিক: আকাশ দুর্ঘটনায় চীনের বিমানবাহিনীর নারী বৈমানিকের মৃত্যু
  2016-11-14 20:53:12  cri


ইয়ু শু

১২ নভেম্বর সকালে চীনের বিমান বাহিনীর 'পয়লা অগাস্ট বিমান প্রদর্শনী দল'-এর নারী বৈমানিক ইয়ু শু জঙ্গিবিমান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ১১ নভেম্বর চীনের বিমান বাহিনী প্রতিষ্ঠার ৬৭ বছর পূর্তি হয়। ইয়ু শু সামাজিক যোগাযোগ মাধ্যম 'উইচ্যাট'-এ সর্বশেষ পোস্ট লিখেছিলেন: 'গণ বিমানবাহিনীর ৬৭ বছর; শুভ জন্মদিন।'

চীনে তিন প্রজন্মের জঙ্গিবিমান চালাতে পারেন, এমন নারী বৈমানিক ছিলেন মাত্র চার জন। তাদের একজন ইয়ু শু বিমান চালাতে চালাতেই পরপারে চলে গেলেন। তার মৃত্যুর পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লক্ষ লক্ষ মানুষ তাদের বেদনাহত হবার কথা প্রকাশ করে। কেউ কেউ লিখেছেন: 'যদি পরকাল বলে কিছু থেকে থাকে, তবে সেখানেও তোমার নিরাপদ উড্ডয়ন ও অবতরণ কামনা করি'; 'চিরস্থায়ী সোনালী ময়ূর, শুভ যাত্রা'; 'যদি তুমি নতুন পালক পেয়ে আবার ফিরে আসতে পারো, আমরা আগের মতোই তোমাকে ভালোবাসবো'; 'আরেকটি তারার নদীতে তোমার উড্ডয়ন কামনা করি' ইত্যাদি।

বন্ধুরা, 'আজকের টপিক'-এ আমরা আলোচনা করেছি ইয়ু শু'কে নিয়ে; আলোচনা করেছি তার মতো আকাশ দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দু'জন নারী বৈমানিককে নিয়ে। অনুষ্ঠানটি শুনুন। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040