আজকের টপিক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  2016-11-09 20:47:13  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী আর আমার সহকর্মী আলিমুল হক বেইজিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরিবেশন করছি 'আজকের টপিক'।

আমাদের 'আজকের টপিক' মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আপনারা জানেন, নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। তিনি হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। নির্বাচনে পরাজিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

২০১৫ সালের ১২ এপ্রিল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তখন থেকে সবার দৃষ্টি ছিল তার ওপর। জনমত জরিপগুলো বলছিলো, তিনিই জিতবেন, হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু বাস্তবে তা ঘটেনি। অবিশ্বাস্যভাবে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প।

বন্ধুরা, 'আজকের টপিক'-এ আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করবো। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040