হ্যালো চায়না: ৪৮. রাজপ্রাসাদ বা নিষিদ্ধ নগরী
  2016-11-12 19:34:51  cri

 

রাজপ্রাসাদকে নিষিদ্ধ নগরীও বলা হয়। কেনো তাকে নিষিদ্ধ নগরী বলা হয়? চীনের প্রাচীন জ্যোতির্বিদরা মনে করতেন 'জিউই' তারা অর্থাৎ ধ্রুবতারা সবসময় মধ্য আকাশে থাকে, তার অবস্থানের পরিবর্তন হয় না। এটি স্বর্গের সম্রাটের প্রতিনিধিত্ব করে। আকাশের রাজা থাকার জায়গাকে 'জিউইহুয়ান' বলা হয়। স্বর্গের সম্রাটের সঙ্গে পৃথিবীর রাজা সর্বসম্মতিক্রমে থাকার জন্য যে রাজপ্রাসাদ তৈরি করেন, তাকে 'জিউইহুয়ান' হিসেবে অভিহিত করা হয়। কারণ, রাজপ্রাসাদে সাধারণ লোকেরা ইচ্ছা মতো ঢুকতে পারতো না। সুউচ্চ দেয়াল দিয়ে রাজার বসবাসের জায়গা ঘিরে রাখা হয়। তাই এটি 'নিষিদ্ধ নগর' হিসেবে পরিচিতি লাভ করে।

রাজপ্রাসাদটি মিং ও ছিং রাজবংশের ২৪ জন রাজার বসবাসের স্থান ছিল। রাজপ্রাসাদের একটি বহির্বিভাগ ও একটি অন্দরমহল রয়েছে। বহির্বিভাগ হলো, রাজার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্থান। অন্যদিকে অন্দরমহল হলো রাজা ও উপপত্নীদের বসবাস এবং দৈনন্দিন বিষয়ে আলাপ-আলোচনার স্থান। অন্দরমহলে তিনটি বড় হলকে কেন্দ্র করে উত্তর ও পশ্চিম দিকে আলাদা আলাদা ছয়টি হল আছে। সেখানেই রাজার উপপত্নীরা থাকতেন। তাই 'সানকুংলিউইউয়ান' অর্থাৎ তিনটি বড় হল ও ছয়টি হল দিয়ে রাজার উপপত্নীদের বোঝানো হয়।

রাজপ্রাসাদে কতগুলো ঘর আছে আপনি কি তা জানেন? এই রাজপ্রাসাদে ৯৯৯৯ টি সম্পূর্ণ ঘর ও একটি অর্ধেক ঘর আছে। কারণ, তৎকালীন রাজারা মনে করতেন, স্বর্গের প্রাসাদে দশ হাজার কক্ষ আছে। স্বর্গের সন্তান হিসেবে রাজাকে তাই সম্মান দেখাতেই হবে। তাই স্বর্গের রাজাকে যেন ছাড়িয়ে না যায় সেজন্য স্বর্গের প্রাসাদের চাইতে একটি ঘর অর্ধেক করা হয়।

ওই অর্ধেক ঘরটি কোয়ায়? রাজপ্রাসাদে বই রাখার একটি স্থান রয়েছে। তার নাম 'উন ইউয়ান কো'। ওই অর্ধেক ঘরটির অবস্থান 'উন ইউয়ান কো'র পশ্চিম দিকে। এ ঘরের দু'টি খুঁটির মধ্যে দূরত্ব সাধারণ ঘরের অর্ধেক। তাই এটি দেখতে অর্ধেক ঘরের মত।

চীনের এ রাজপ্রাসাদ বা নিষিদ্ধ নগর হল বিশ্বের বৃহত্তম এবং কাঠের কাঠামোর পূর্ণাঙ্গ ও প্রাচীন স্থাপত্যশিল্প।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040