সুর ও বাণী : 'স্বপ্নের কণ্ঠস্বর'
  2016-11-07 19:44:26  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী বেইজিং থেকে প্রচার করছি 'সুর ও বাণী' আসর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

বন্ধুরা, 'স্বপ্নের কণ্ঠস্বর' চীনের চেচিয়াং স্যাটেলাইট টিভি ২০১৬ সালে নতুন করে আয়োজিত একটি সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে নামকরা কণ্ঠশিল্পী এবং সাধারণ নাগরিকদের সঙ্গে সংগীত প্রতিযোগিতার মাধ্যমে নতুন গায়ক-গায়িকা অনুসন্ধান করা হয়। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংগীতের প্রতি গভীর ভালোবাসা নিয়ে আসেন। তাদের সকলেরই অপেক্ষাকৃত ভালো গান গাওয়ার যোগ্যতা রয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে বাজারে তাদের ডিস্ক প্রকাশ করা হয়। একক সংগীতানুষ্ঠানের আয়োজনও করার সম্ভাবনা থাকে।

সিয়াও চিং থাং

আজকের 'সুর ও বাণী' আসরে আপনাদের শোনাবো 'স্বপ্নের কণ্ঠস্বর' অনুষ্ঠানের প্রথম পর্বের কিছু গান। প্রথমে শুনুন তাইওয়ানের জনপ্রিয় গায়ক সিয়াও চিং থাংয়ের গাওয়া 'অতীতের তুমি' নামে একটি গান। সিয়াও চিং থাং 'স্বপ্নের কণ্ঠস্বর' অনুষ্ঠানের পাঁচজন পেশাগত শিক্ষকের অন্যতম।

প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে চীনের টেলিভিশনগুলোতে নানা ধরনের সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে নানা রকম গানের প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। টেলিভিশন অনুষ্ঠান দেখে আমার প্রায় অবাক লাগে, চীনে এতো বেশি লোক! তাদের ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর আছে এবং অত্যন্ত সুন্দর কণ্ঠে গান গাইতে পারেন তারা। এমন কি যারা গানের প্রতিযোগিতায় অংশ নেন তাদের মধ্যে অনেকে অত্যন্ত সাধারণ মানুষ। কখনো সংগীতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেন নি। এদের মধ্যে কেউ শ্রমিক। কেউ নৃত্যশিল্পী। কেউ আবার গৃহিণী বা কৃষক। এরা সবাই গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় আসেন। নিজের কণ্ঠস্বরের মাধ্যমে শিক্ষক ও দর্শকের মন জয় করেন।

 নিউ মাং ইয়াও

শ্রোতাবন্ধুরা, এবার শুনুন নিউ মাং ইয়াও নামে একটি মেয়ের গাওয়া 'ক্লান্ত হয়ে যা দেখি তা খেতে চাই' নামের গানটি। এ গানের নাম খুব মজার। তাই না? শুনুন তাহলে।

২০০৪ সাল থেকে চীনের হুনান স্যাটেলাইট টিভি 'সুপার নারী কণ্ঠ' নামে গানের প্রতিযোগিতার আয়োজন করছে। এ প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয়। এরপর চীনের নানা টেলিভিশন কেন্দ্র নানা নামে বিভিন্ন গানের প্রতিযোগিতা প্রচার করে। তবে বেশির ভাগ গানের অনুষ্ঠান বিদেশ থেকে কপিরাইট কিনে রূপান্তর করা হয়।

চেচিয়াং স্যাটেলাইট টিভির 'স্বপ্নের কণ্ঠস্বর' অনুষ্ঠানটি পুরোপুরি এ টেলিভিশন কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান। তাদের নিজেদের কর্মী দলের গবেষণা ও সম্পাদনা করা এবং চীনের জাতীয় সংস্থা থেকে নিবন্ধিত করা অনুষ্ঠান এটি। এ সংগীতানুষ্ঠান চীনা বিনোদন টেলিভিশনের একটি সম্পূর্ণ নতুন প্রচেষ্টা। লিন জুন চিয়ে, ইয়ু ছুয়ান, চাং হুই মেই, সিয়াও চিং থাং এবং থিয়ান ফু চেন  এ পাঁচটি গ্রুপে শিক্ষকরা পুরোপুরি প্রস্তুত নিয়েছেন এ অনুষ্ঠানের জন্য।

চাং হুই মেই

বন্ধুরা, এবার শুনুন চাং হুই মেইয়ের গাওয়া 'নীরব' নামে একটি গান। এ গানটি 'আমার সূর্যালোক' নামে চলচ্চিত্রের থিম সং। চীনের বিখ্যাত গায়িকা না ইংয়ের গাওয়া এ গানটি দ্রুত সারা চীনে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেকে মনে করেন, না ইং যে ভাবে গেয়েছেন অন্য কোনো শিল্পী সে ভাবে গাইতে পারবেন না। এবার চাং হুই মেই নিজের স্টাইলে গানটি গেয়েছেন। আপনারা শুনুন, কেমন লাগে।

এখন চীনে গানের প্রতিযোগিতার অনুষ্ঠানগুলোর মধ্যে 'আমি গায়ক', 'ভালো চীনা কন্ঠস্বর', 'চীনের ভালো গান', 'আমি তোমার সঙ্গে গাইতে চাই', 'মুখোশধারী গায়ক' প্রভৃতি বেশ জনপ্রিয়। এ অনুষ্ঠানগুলো অনেক তরুণ-তরুণীর সংগীতের স্বপ্ন বাস্তবায়নের মঞ্চে পরিণত হয়েছে। অনেক বয়স্ক কণ্ঠশিল্পী এ অনুষ্ঠানগুলোর মাধ্যমে আবার দর্শকদের সামনে ফিরে এসেছেন। তাদের সঙ্গে এসেছে আমার ছোটবেলার সুন্দর কিছু স্মৃতি। কারণ সংগীত হচ্ছে প্রতিটি লোকের বড় হওয়ার পথে অনিবার্য সাথি।

চিয়ে জো বু লো

'স্বপ্নের কণ্ঠস্বর'-এর প্রথম পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে একটা গ্রুপ অসাধারণ। এ গ্রুপের নাম 'চিয়ে জো বু লো'। এর অর্থ 'ছন্দ সম্প্রদায়'। তারা গান গাওয়ার সময় কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করে না। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে সংগীত সৃষ্টি করেন।

সুপ্রিয় বন্ধুরা, শুনুন এ গ্রুপের গাওয়া বেইজিং অপেরার একটি অংশ। তারা মানুষের কণ্ঠে বেইজিং অপেরার তিনটি প্রধান বাদ্যযন্ত্রের শব্দ অনুকরণ করেছেন।

বন্ধুরা, আধুনিক বেইজিং অপেরা শুনে কেমন লাগলো? 'চিয়ে জো বু লো' গ্রুপ কিন্তু কেবল অপেরা গাইতে পারে তা নয়। তারা পপ সংগীতও সুন্দরভাবে গাইতে পারে। এবার তারা ইয়ু ছুয়ানের দুটি গান 'সবচেয়ে সুন্দর' এবং 'রংধনু' যোগ করে একটি নতুন গান সৃষ্টি করেছে। শুনুন তাহলে।

'স্বপ্নের কণ্ঠস্বর' অনুষ্ঠানের নাম প্রথমে 'কণ্ঠের যুদ্ধ' ছিল। পরে জনমতের ভিত্তিতে 'স্বপ্নের কণ্ঠস্বর' নামকরণ করা হয়। আমার মনে হয়, এ নামটি বেশ সুন্দর। কারণ স্বপ্ন সবার রয়েছে। স্বপ্ন বাস্তবায়নের অধিকারও সবার আছে। আমরা স্বপ্ন বাস্তবায়নের জন্য নানা প্রচেষ্টা চালাই।

বন্ধুরা, এবার শুনুন থোং জুন নামে একজন তরুণীর গাওয়া 'রাজকুমারের নতুন পোশাক' নামের গানটি। এ গানটি সিয়াও চিং থাংয়ের অ্যালবামের একটি রক গান।

'বাতাস অব্যাহতভাবে চলছে' নামে গানটি ছিল হংকংয়ের সুপারস্টার চাং কুও রোংয়ের অন্যতম প্রতিনিধিত্বশীল কাজ। 'স্বপ্নের কণ্ঠস্বর' অনুষ্ঠানে ইন চাং নামে একটি ছেলে এ গানটি গেয়েছেন। তার কণ্ঠে চাং কুও রোংয়ের ভাব রয়েছে। অনেক দর্শক ইন চাংয়ের গান শুনে চাং কুও রোংয়ের কথা আবার স্মরণ করে চোখের জল ফেলেছেন। বন্ধুরা, শুনুন 'বাতাস অব্যাহতভাবে চলছে' নামের গানটি।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চেচিয়াং স্যাটেলাইট টিভির নতুন সংগীতানুষ্ঠান 'স্বপ্নের কণ্ঠস্বর'-এর কয়েকটি গান শুনলেন। অনুষ্ঠানের শেষে শুনুন 'ভিক্টোরিয়ার রহস্য' নামে একটি গান। গেয়েছেন নিউ মেং ইয়াও।

প্রিয় বন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসরে চেচিয়াং স্যাটেলাইট টিভির নতুন সংগীতানুষ্ঠান 'স্বপ্নের কণ্ঠস্বর'-এর সংক্ষিপ্ত পরিচয় দিলাম। 'স্বপ্ন অন্বেষণের পথে নানা বাধা-বিপদ থাকতে পারে, তবে অসুবিধা নেই। সাহস নিয়ে সামনে এগিয়ে যাও, তুমি স্বপ্নের কণ্ঠস্বর শুনতে পাবে। সে স্বর খুব উষ্ণ।'

সুপ্রিয় শ্রোতা, 'সুর ও বাণী' আসর আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040