বাংলাদেশি চিত্রশিল্পী নিপু ও এডভোকেট দিলশাদের সাক্ষাতকার
  2016-11-05 15:24:26  cri

সুপ্রিয় শ্রোতা, আজকের খোলামেলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী নাহিদ নিয়াজী মান্না নিপু এবং বিশিষ্ট সমাজকর্মী ও এডভোকেট দিলশাদ নিয়াজী মান্না।

২০০৮ সালে পেইচিং অলিম্পিকে নিপুর শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পায়। অলিম্পিক চলাকালে চীন সরকারের আমন্ত্রণে পেইচিংয়ে একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি। ২০১২ সালে চীনের শাংহাই আর্ট এসোসিয়েশনের আমন্ত্রণে তিনি শাংহাইয়ে একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এবার চীন আন্তর্জাতিক বেতার কার্যালয়ে এলেন নিপু। এবার তৃতীয়বারের মত চীন সফর করছেন তিনি।

এডভোকেট দিলশাদ বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজকর্মী ও আইনজীবী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট। পেশাগত কাজের বাইরে তিনি নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। বিশ্বের নানা দেশ ভ্রমণ করলেও চীনে তিনি এলেন এবারই প্রথম।

আজ আমরা খোলামেলা অনুষ্ঠানে এ দু'জনের চীন ভ্রমণ, নিজেদের পেশা ও অভিজ্ঞতা সম্পর্কে শুনবো। তা হলে বন্ধুরা, আজকের অনুষ্ঠানে শুনুন শিল্পী নিপু এবং এডভোকেট দিলশাদের সাক্ষাতকার।

(স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040