হানি এবং ই জাতির ঐতিহ্যবাহী পোশাক
  2016-11-02 19:03:54  cri

নভেম্বর ২ : হোং হো হানি জাতি ও ই জাতির স্বায়ত্তশাসিত বিভাগ ইয়ুননান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের জনসংখ্যার মধ্যে হানি জাতি ও ই জাতি প্রধান। ঐতিহ্যবাহী জাতিগত সংস্কৃতি এ অঞ্চলের উজ্জ্বল সভ্যতা তুলে ধরেছে। ভিন্ন উত্পাদন, জীবনযাপন পদ্ধতি, জাতিগত রীতিনীতি এবং ভৌগোলিক পরিবেশের কারণে রঙিন ও বৈশিষ্ট্যপূর্ণ জাতীয় পোশাকের চলন সৃষ্টি হয়েছে এখানে। বিশেষ করে ই জাতির নানা শাখায় এ ধরনের প্রচলন দেখা যায়। প্রত্যেক শাখায় নিজেদের জাতীয় পোশাক আছে। প্রতিটি পোশাক ও সাজদ্রব্যে প্রকৃতি ও সংস্কৃতির নিখুঁত মিশ্রণ লক্ষ্য করা যায়। এদের পোশাকের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তাদের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, সুন্দর জীবনের প্রতি হানি এবং ই জাতির জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। (ইয়ু/মান্না)

হানি জাতির শিশুদের পোশাক

হানি জাতির নারীদের পোশাক

ই জাতির আশি সম্প্রদায়ের নারীদের পোশাক

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040