হাইতির দুর্গতদের ত্রাণসামগ্রী লুট
  2016-10-27 17:04:34  cri

অক্টোবর ২৭: চলতি মাসের প্রথম দিকে হাইতির দক্ষিণ-পশ্চিমাংশের একটি শহরে ঘূর্ণিঝড় 'ম্যাথিউ' আঘাত হানে। সম্প্রতি এখানে দুর্গতদের ত্রাণসামগ্রী লুটের ঘটনা ঘটেছে, এতে একজন নিহত ও তিন জন আহত হয়েছে।

স্থানীয় তথ্যমাধ্যম গতকাল (বুধবার) প্রকাশিত খবরে জানিয়েছে, লুটপাটের এ ঘটনাটি ঘটেছে লেডি মারি শহরে। একটি ত্রাণসামগ্রী বহনকারী জাহাজ মাল খালাস করার সময় স্থানীয় দুর্গতরা এসে লুটপাট শুরু করলে সংঘর্ষ ঘটে।

কিছু লুটপাটকারী জাতিসংঘের ব্লু হেলমেট বাহিনী ও স্থানীয় পুলিশে ওপর পাথর ছুড়ে মারলে ব্লু হেলমেট বাহিনী ও স্থানীয় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত ও তিন জন আহত হয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘ। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040