চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তার দেশে বিনিয়োগ করতে ভারতীয় কন্সুলার জেনারেলের আহ্বান
  2016-10-27 16:54:52  cri
 অক্টোবর ২৭: শাংহাইয়ে নিযুক্ত ভারতীয় কন্সুলার জেনারেল প্রকাশ গুপ্তা চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তার দেশে বেশি বেশি বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (বুধবার) শাংহাইয়ে অনুষ্ঠিত পঞ্চম চীন-ভারত সহযোগিতা ফোরামে এ আহ্বান জানান।

ফোরামে তিনি বলেন, ২০১০ সালে চীন-ভারত বাণিজ্যের পরিমাণ ছিল ২০০ কোটি মার্কিন ডলার। আর বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২০০ কোটি ডলারে। এ থেকে প্রমাণিত হয় যে, বাণিজ্য খাতে দু'দেশের সহযোগিতা বেড়েছে।

তিনি আরও বলেন, এশিয়ার দুটি বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে চীন ও ভারতের পারস্পরিক সহযোগিতা দু'দেশের জন্যই সীমাহীন সুযোগ সৃষ্টি করতে পারে। ভারতের অর্থনীতির দ্রুত উন্নয়ন, বিপুল জনসংখ্যা, এবং ইতিবাচক পরিবেশ চীনা বিনিয়োগকারীদের জন্য ভালো সুযোগও সৃষ্টি করেছে। (লতা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040