সিরিয়া সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করতে আইপিইউ'র আহ্বান
  2016-10-27 15:44:39  cri
অক্টোবর ২৭: সিরিয়া সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি চুক্তিতে উপনীত হতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। গতকাল (বুধবার) সুইজারল্যান্ডের জেনিভায় আইপিইউ'র ১৩৫তম সম্মেলন থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন পক্ষের উচিত পুনরায় আলোচনার টেবিলে ফিরে যাওয়া এবং সংকটের শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একটি স্থায়ী চুক্তি স্বাক্ষর করা। এতে সমস্যা সমাধানের পাশাপাশি সিরিয়ার ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা পাবে। (ছাই্/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040