মধ্য ও পূর্ব ইউরোপে বহুজাতিক সৈন্যবাহিনী গঠনে অংশ নেবে ন্যাটোর সদস্যদেশ
  2016-10-27 13:47:59  cri

অক্টোবর ২৭: ন্যাটোর মহাসচিব জেন্স স্টোল্টেনবার্গ বলেছেন, মধ্য ও পূর্ব ইউরোপে বহুজাতিক সৈন্যবাহিনী গঠনে অংশ নেবে সংস্থাটির বিভিন্ন সদস্যদেশ ।

গতকাল (বুধবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদস্যদেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এবারের এ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রধান লক্ষ্য হলো ন্যাটোর ওয়ার্শ শীর্ষসম্মেলনের ফলাফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করা। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও কানাডা আলাদা আলাদাভাবে চারটি ইউনিটের নেতৃত্ব দেবে।

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও নরওয়ে জার্মানির নেতৃত্বে লিথুয়ানিয়া বাহিনীদলে অংশ নেবে। রোমানিয়া ও ব্রিটেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পোল্যান্ড বাহিনীদলে অংশ নেবে।

(জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040