ইসলামাবাদে মধ্য এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত
  2016-10-27 13:45:39  cri
অক্টোবর ২৭: মধ্য এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সিএআরইসি)-র পঞ্চদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (বুধবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়।

চীনের উপ-অর্থমন্ত্রী লিউ খুন এবং সিএআরইসি'র অন্য ৯টি সদস্যদেশের সরকার, জর্জিয়ার সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে মধ্য এশীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং পরিবহন, জ্বালানি, বাণিজ্যের সুবিধাকরণ এবং বাণিজ্যিনীতিসহ ৪টি গুরুত্বপূর্ণ সহযোগিতার অর্জিত অগ্রগতি নিয়ে অতীত পর্যালোচনা করা হয়। তা ছাড়া, সম্মেলনে সিএআরইসিতে জর্জিয়ার যোগদানের অনুমোদন দেওয়া হয়। ২০৩০ সালে সিএআরইসি'র রেলপথের উন্নয়ন কৌশল ও পথের নিরাপত্তা কৌশল যাচাই করা হয় এবং মন্ত্রীদের যৌথ বিবৃতি প্রকাশিত হয়।

উল্লেখ্য, সিএআরইসি হলো মধ্য এশীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতাব্যবস্থার মধ্যে অন্যতম একটি। এর উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বেগবানের মধ্য দিয়ে অর্থনীতি ও সমাজের উন্নয়ন বাস্তবায়নে সদস্যদেশগুলোকে সাহায্য করা।

বর্তমানে এ সহযোগিতাব্যবস্থার সদস্যদের মধ্যে রয়েছে চীন, আফগানিস্তান, আজারবাইজান, পাকিস্তান, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং জর্জিয়া। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040