চীনের রোক ব্যান্ড বিয়ন্ড
  2016-10-23 18:26:13  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সবাই গ্রীষ্মকালের গরমের ভেতরও সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। তাই না? আমি লতা, আজ আমি খুবই আনন্দিত আজকের সংগীতানুষ্ঠানে আপনাদের সামনে আবার হাজির হতে পেরে। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো?

 

আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের একটি খুবই জনপ্রিয় ব্যান্ডকে পরিচয় করিয়ে দিতে চাই। এ কথা বলতে পারি, সারা চীনে বিভিন্ন ক্ষেত্রের সবাই এ ব্যান্ডের নাম জানে। শতায়ু বৃদ্ধ থেকে ১০ বছর বয়সী শিশু পর্যন্ত এ ব্যান্ডের গানগুলো পছন্দ করে। চীনের প্রায় প্রত্যেক তরুণতরুণী এ ব্যান্ডের গান গাইতে পারে। যদি কখনো চীনের রাস্তার দোকানে ব্যান্ডের গান প্রচারিত হয়, তখন দোকানের সবাই বলবে: হ্যা এ গান আমি জানি! এতো বিয়ন্ডের গান!। হ্যাঁ, ঠিক আছে, এ ব্যান্ডের নাম হলো বিয়ন্ড -- বিশ্বের সংগীত ইতিহাসে সবচেয়ে কৃতী ১০টি ব্যান্ডের সদস্য, এশিয়ার ৩টি শ্রেষ্ঠ ব্যান্ডের একটি এবং চীনের প্রথম ব্যান্ড। ব্যান্ডের নাম বিয়ন্ড মানে ছাড়িয়ে যাওয়া। এ কথা সত্যি। বিয়ন্ড সত্যি ৫ বছরের মধ্যে বিশ্বের অন্যান্য ব্যান্ডকে ছাড়িয়ে গেছে। বিয়ন্ডের অনেক অনেক সুন্দর ও বিখ্যাত গান আছে। প্রথমে আমরা শুনবো বিয়ন্ডের সবচেয়ে বিখ্যাত গান 'সাগর বিস্তীর্ণ, আকাশ বিশাল' ও 'গৌরবময় সময়'।

 

১৯৮৩ সালে চীনের হংকংয়ে বিয়ন্ড প্রতিষ্ঠিত হয়েছে। বিয়ন্ড সম্পর্কে আমার অনেক অনেক কথা রয়েছে। বিয়ন্ডের এতো বেশি গল্প আছে, জানি না আমি কোথা থেকে তা বলতে শুরু করা উচিত। বিয়ন্ড হলো চীনের একটি উজ্বল কাহিনী। বিয়ন্ডের ৪জন সদস্য, দল নেতা ও গায়ক হুয়াং চিয়া জু, বেজ গিটার বাদক হুয়াং চিয়া ছাং, প্রধান গিটার বাদক হুয়াং গুয়ান যোং ও ড্রাম বাদক ইয়ে শি রোং হলেন চীনের সংগীত ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী শিল্পী। তাঁরা চারজন অনেক অনেক বিশিষ্ট সংগীত রচনা সৃষ্টি করেছেন। 'মহা ভূমি' ও "সত্যিকারভাবে তোমাকে ভালোবাসি" এ দুটি গান তাঁদের শ্রেষ্ঠ রচনা। "সত্যিকারভাবে তোমাকে ভালোবাসি" একজন মায়ের জন্য লেখা গান। এ গানের কথা হলো, তোমার দৃষ্টি কি স্নেহশীল। তুমি আমাকে অটলভাবে সামনের পথ দেখাতে পারো, যদিও আমি হোঁচট খেয়ে পড়ে যাই কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়। জানি না কী উপায়ে তোমার দয়া দাক্ষিণ্যর প্রত্যুত্তর দিতে পারি, তোমার ভালোবাসা সীমাহীন। আমি শুধু বলতে পারি, সত্যিকারভাবেই আমি তোমাকে ভালোবাসি। আশা করি আপনারা এ গানের গভীর ভালোবাসা অনুভব করতে পারবেন।

আপনারা শুনছেন চীন আন্তজার্তিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সংগে আছি আমি লতা। এখন আমি একটি দুঃখের কথা বলতে চাই। বিয়ন্ডের দল নেতা ও গায়ক হুয়াং চিয়া জু ১৯৯৩ সালে জাপানে একটি টিভি অনুষ্ঠানের সময় দুর্ঘটনায় চিরকালের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩১ বছর। প্রাচীনকাল থেকে চীনে একটি কথা প্রচলিত আছে: ধী শক্তির প্রতি আকাশও ঈর্ষান্বিত। তাঁর মৃত্যু অনেক মানুষের হৃদয়কে ভেংগে দিয়েছে। তাঁর মৃত্যু চীনের জন্য এক বড় ক্ষতি। যদিও চিয়া জু মারা গেছেন, তবে তিনি আমাদের মনে সবসময় বেঁচে আছেন ও থাকবেন। জীবনের চলার পথে আমাদের সংগে তাঁর গান থাকে। অন্ধকারে তিনি আমাদের উজ্জ্বলতা দান করেন, ক্লান্তির সময়ে তিনি আমাদের শক্তি দেন। বিয়ন্ডের অন্য ৩ সদস্য চিয়া জুর জন্য একটি গান লিখেছেন। 'যদিও তিনি অকালপ্রয়াত তবু তাঁর যৌবন রয়েছে। বিশ্বে পরিবর্তন হবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতির পরিবর্তন হবে না'। এ গানের নাম হলো 'যুদ্ধ প্রতিরোধের ২০ বছর'। গানে তাঁরা ৪জন একসংগে সংগ্রামের সময় কেমন ছিলেন সেই কথা বলা হয়েছে। আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040