রপ্তানির প্রতিযোগিতা শক্তি বাড়াতে বিপুল অর্থ বরাদ্দের পরিকল্পনা করেছে পাকিস্তান
  2016-10-21 20:31:50  cri

অক্টোবর ২১: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররাম দস্তগীর খান সম্প্রতি দেশটির সিনেটে বস্ত্রবয়ন শিল্প কমিটির প্রশ্নোত্তর-পর্বে ঘোষণা করেন, পাকিস্তানের রপ্তানি বিভাগের প্রতিযোগিতার শক্তি বাড়ানোর উদ্দেশ্যে রপ্তানিবিষয়ক বিভাগের প্রযুক্তি ও গুণগত মান উন্নত করার জন্য ১২০ থেকে ১৮০ বিলিয়ন রুপি বরাদ্দ করার পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার। এর অধিকাংশ অর্থ বস্ত্রবয়ন শিল্পে দেয়া হবে। দেশটির 'বিজনেস রেকর্ডার' পত্রিকা গতকাল (বৃহস্পতিবার) এ খবর প্রকাশ করেছে।

এখন এ পরিকল্পনায় প্রধানমন্ত্রী সম্মতি দান করেছেন। তবে তা দেশটির অর্থমন্ত্রণালয় ও ফেডারেল রাজস্ব বোর্ড থেকে পাশ হতে হবে। সভায় উপস্থিত সিনেট সদস্যরা পাকিস্তানের তুলা উত্পাদনের পরিমাণ কমে যাওয়ার প্রতি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, তুলা চাষের উপকারিতা কমে যাওয়ার কারণে পাঞ্জাব প্রদেশের তুলা উত্পাদন অঞ্চলে অন্য অর্থকরী ফসল চাষ শুরু হয়েছে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040