চরমদারিদ্র্য সীমায় ৩৮ কোটি শিশু
  2016-10-24 14:12:13  cri

প্রাপ্তবয়স্কদের তুলনায় দ্বিগুণ সংখ্যক শিশু চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে সাড়ে ৩৮ কোটি শিশু। আর এই শিশুদের ৩০ শতাংশের বসবাস ভারতে। সম্প্রতি বিশ্বব্যাংক ও ইউনিসেফের 'এন্ডিং এক্সট্রিম পভার্টি: এ ফোকাস অন চিলড্রেন' শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। যেসব পরিবারের দৈনিক আয় ১ দশমিক ৯ ডলার বা তারও কম, সেসব পরিবারে বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশু হিসেবে গণ্য করা হয়েছে।

 প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাব-সাহারান আফ্রিকার প্রায় অর্ধেক শিশুই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। বৈশ্বিক হিসাবে চরম দারিদ্র্যে থাকা শিশুদের ৫০ শতাংশেরও বেশি এ অঞ্চলের বাসিন্দা। এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়া ৩৬ শতাংশ। এর মধ্যে শুধু ভারতেই রয়েছে ৩০ শতাংশের বেশি চরম দরিদ্র শিশু। ভারতের গ্রামীণ এলাকায় প্রতি পাঁচ শিশুর চারজনই দারিদ্র্যপীড়িত।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040