চীন ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার হবেঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ
  2016-10-23 19:16:41  cri

সুপ্রিয় শ্রোতা, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরকালে দুদেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। দু'দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদার সম্পর্কে উন্নীত করতে একমত হয়েছে। দু'দেশের মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করতে চায়না ইনস্টিটিউটস অব কনটেমপোরারি ইন্টারনেশনল রিলিশেনস এবং বাংলাদেশ ইন্টারপ্রাজ ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে একটি সংলাপ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এতে দু'দেশের নিরাপত্তা বিষয়ক সরকারি কর্মকর্তা এবং একাডেমিক বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন।

আজকের খোলামেলা অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমদ। তিনি বর্তমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারনেশনল এণ্ড স্ট্র্যাটজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এবারের নিরাপত্তা বিষয়ক সংলাপে অংশগ্রহণ করেছেন। এবারের সংলাপে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্কে কেমন প্রভাব পড়তে পারে সে সম্পর্কে শুনুন জনাব মুন্সী ফয়েজ আহমদ-এর দেওয়া এক সাক্ষাত্কার। (স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040