হ্যালো চায়না: ৪৫. চুয়াং ইউয়ান
  2016-10-21 17:18:16  cri

চীনে এমন একটি কথা প্রচলিত আছে, মানুষের মধ্যে প্রচলিত পেশার সংখ্যা ৩৬০টি এবং প্রতিটি পেশার জন্য একজন 'চুয়াং ইউয়ান' আছে। 'চুয়াং ইউয়ান' মানে প্রথম স্থান অর্জনকারী, এ কথার অর্থ হলো, চাকরি হোক, আর ব্যবসা হোক কেউ একজন সে ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারে। তাহলে কেনো প্রথম স্থান অর্জনকারীকে 'চুয়াং ইউয়ান' বলা হয়? এ শব্দটির সঙ্গে জড়িত রয়েছে প্রাচীনকালে রাজ দরবারের কর্মকর্তা নিয়োগের এক ধরনের পরীক্ষা বা 'কোচুই'-এর ইতিহাস।

রাজদরবারের কর্মকর্তা নিয়োগ পরীক্ষার আগে প্রাচীনকালে চীনের রাজকর্মকর্তাদের বংশানুক্রমিকভাবে নিয়োগ দেয়া হত। তাই কর্মকর্তাদের বংশধর সবসময় কর্মকর্তা হতেন এবং সাধারণ মানুষের বংশধর সবসময় সাধারণ মানুষ হতেন। কিন্তু সুই রাজবংশ থেকে পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা 'কোচুই' চালু করা হলো। 'কোচুই' পরীক্ষাই হলো প্রাচীন চীনে রাজদরবারের কর্মকর্তা হওয়ার একমাত্র উপায়। সাধারণ লোকজন 'কোচুই' পরীক্ষার মাধ্যমেই কেবল নিজের ভোগ্যকে পরিবর্তন করতে পারতেন। 'কোচুই' পরীক্ষা ছিল বেশ কঠিন। বিভিন্ন ধাপ পার হতে হত। শেষ ধাপকে 'দিয়ানসি' বলা হত। এখানে 'দিয়ান' মানে রাজপ্রাসাদ, আর 'সি' মানে পরীক্ষা। 'দিয়ানসি' মানে সম্রাট রাজপ্রাসাদে প্রার্থীর পরীক্ষা গ্রহণ করতেন। 'দিয়ানসি' পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীকে 'চুয়াং ইউয়ান' বলে ডাকা হতো। 'ইউয়ান' মানে প্রথম, কারণ পরীক্ষায় অংশ নেয়ার সময় প্রার্থীদের প্রথমে 'চুয়াং' বা দূরবর্তী স্থানে প্রেরণ করা হত। হাজার বছর আগে চীনে ৫০৪ জন 'চুয়াং ইউয়ান' ছিলেন। তাই 'চুয়াং ইউয়ান' হওয়া প্রাচীন চীনা মানুষের স্বপ্ন ছিল।

এখন আর 'কোচুই' পরীক্ষা নেই। চীনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা। তাই এ রকম ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীকে ভর্তি পরীক্ষার 'চুয়াং ইউয়ান' বলা হয়। পরীক্ষা ছাড়া বিভিন্ন পেশা ও বিভিন্ন ক্ষেত্রে যে কেউ 'প্রথম' স্থান পেতে পারে। যদি আপনি দেখেন, 'পশু পালনের চুয়াং ইউয়ান', 'বই সংগ্রহের চুয়াং ইউয়ান' 'করদাতা চুয়াং ইউয়ান', তাহলে কিন্তু অবাক হবেন না !

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040