বেইজিংয়ে চীন-উজবেকিস্তান আন্ত:সরকারি সহযোগিতা কমিটির চেয়ারম্যানদের বৈঠক
  2016-10-21 16:15:35  cri

অক্টোবর ২১ : চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় রাজনীতি ও আইন কমিটির সম্পাদক ও চীন-উজবেকিস্তান আন্ত:সরকারি সহযোগিতা কমিটির চীনা চেয়ারম্যান মেং চিয়ান চু এবং উজবেকিস্তানের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও চীন-উজবেকিস্তান আন্ত:সরকারি সহযোগিতা কমিটির উজবেকিস্তানের চেয়ারম্যান রুশতম আজিমোভ গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে বৈঠক করেন। 

এ সময় মেং চিয়ান চু বলেন, উজবেকিস্তান চীনের প্রকৃত বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য ভালোভাবে বাস্তবায়ন করতে দু'পক্ষ প্রচেষ্টা চালিয়ে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ করবে বলে প্রত্যাশা করেন মেং চিয়ান চু।

তিনি বলেন, এর ফলে দু'দেশের কৌশলগত সমন্বয় আরও জোরদার হবে। আর্থ-বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে। চীন-উজবেকিস্তান সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে উন্নত হবে।

আজিমোভ বলেন, চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ়ভাবে উন্নত করবে উজবেকিস্তান। এতে দু'দেশের সহযোগিতা আরও উন্নত হবে। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040