চীনের দারিদ্র্যবিমোচনের কার্যক্রম এখনও কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন: চীনের শ্বেতপত্র
  2016-10-17 16:50:43  cri
অক্টোবর ১৭: চীনের দারিদ্র্যবিমোচনের কার্যক্রম এখনও কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আজ (সোমবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রকাশিত 'চীনের দারিদ্র্যবিমোচনের অভিযান ও মানবাধিকারের অগ্রগতি' সংক্রান্ত শ্বেতপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। শ্বেতপত্রে বলা হয়েছে, ব্যাপক জনসংখ্যা, বিপুল দরিদ্রতা, দারিদ্র্যবিমোচনের অতিরিক্ত ব্যয় এবং দারিদ্র্যবিমোচনের কঠোর চ্যালেঞ্জের সম্মুখীনসহ নানা সমস্যায় পড়েছে চীন। চীনের দারিদ্র্যবিমোচনের কার্যক্রম এখন নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে। শ্বেতপত্রে বলা হয়েছে, বর্তমানে চীনের দারিদ্র্যবিমোচনের কার্যক্রম অধিক দারিদ্র্যবিমোচনের মুখে পড়ে। সেজন্য দারিদ্র্যবিমোচনের অভিযান খুব কঠিন। কারণ এক, অধিক দরিদ্রের সংখ্যা অনেক বেশি। ২০১৫ সালের শেষ নাগাদ সারা চীনে ১৪টি অধিক দরিদ্র অঞ্চল রয়েছে, যার লোকসংখ্যা ৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার। এ পরিমাণ মাঝারি জনসংখ্যার দেশের মতো। দুই, দারিদ্র্যবিমোচন কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সে অঞ্চলগুলোতে দরিদ্র লোক উন্নয়নে দক্ষ নয়। তিন, সময় খুব কম। চীন ২০১৬ সাল থেকে প্রতি বছর এক কোটি লোককে দারিদ্র্যবিমোচন করার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে। চার, আবার দরিদ্র হওয়ার আশংকা। অনেক লোক দারিদ্র্যবিমোচনের পর আবার দুর্যোগ, রোগে আক্রান্ত, বিয়ে, বাড়িঘর নির্মাণসহ নানা কারণে দরিদ্র হয়ে যেতে পারে। (ওয়াং তান হোং/টুটুল)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040