চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দ্বিপাক্ষিক অর্থ-বাণিজ্য সম্পর্ক উন্নীত করবেঃ বাংলাদেশ অর্থনৈতিক গবেষক
  2016-10-15 16:47:49  cri
১৫ অক্টোবর:চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠখে মিলিত হন। এরপর দুই নেতার উপস্থিতিতে বেশ কিছু উন্নয়ন ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।বাংলাদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ শাহিদুল ইসলাম তাঁর সফরের উচ্চ প্রশংসা করেছেন। তিনি বর্তমানে চীনের হুয়া জুং ইউনিভার্সিটি অব সাইন্স এণ্ড টেকনোলাজি'তে অর্থনীতি বিষয় নিয়ে পিএইচডি অধ্যায়ন করছেন।

তিনি বলেন, চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার হবে।চীন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তার গবেষণা অনুযায়ী, আগামী ২০২১ সালে, দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ ৩০ বিলিয়ম মার্কিন ডলারে পৌঁছে যাবে।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট সি'র সফর বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চীনা বিনিয়োগ উন্নীত করা হবে, এবং দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040