সাভার জাতীয় স্মৃতিসৌধে সি চিন পিংয়ের শ্রদ্ধা, ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ
  2016-10-15 15:05:47  cri
সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সকাল ৯টার দিকে তিনি শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।

এর আগে স্মৃতিসৌধে পৌঁছলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সি চিন পিং ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন। ঢাকায় এটাই তার শেষ কর্মসূচি। পরে তার মোটরবহর হযরত শাহজালাল বিমানবন্দরে যায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে বিদায় জানানা। ২২ ঘন্টার ঝড়ো সফর শেষে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

মাহমুদা হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040