সি চিন পিংয়ের স্বাক্ষরযুক্ত প্রবন্ধ বাংলাদেশে প্রশংসায় ভাসছে
  2016-10-15 15:02:53  cri
অক্টোবর ১৫: বাংলাদেশ সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) দেশটির 'ডেইলি স্টার' ও 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধের নাম 'চীন-বাংলাদেশ সহযোগিতার সোনালী সাফল্য'। চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ইতিহাস ও বর্তমান অবস্থা পর্যালোচনা ছাড়াও প্রবন্ধে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময়কে এগিয়ে নেয়া সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, বাংলাদেশ ও চীনের সার্বক্ষণিক মৈত্রী ও সহযোগিতা ঐতিহাসিক সময়ে উত্তীর্ণ হয়েছে। চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে আস্থাবান উন্নয়নশীল অংশীদার। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের সফর দু'দেশের সহযোগিতা নতুন যুগে প্রবেশ করতে সহায়ক হবে।

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, 'এক অঞ্চল, এক পথ' এবং 'বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর' বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ সৃষ্টি করবে। ভবিষ্যতে আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশে পুঁজি বিনিয়োগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিন বাংলাদেশের অন্যান্য প্রধান সংবাদমাধ্যম এবং বিভিন্ন টেলিভিশনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত হয়। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040