হাসিনা-সি চিন পিং বৈঠক, ২৭টি চুক্তি ও সমঝোতাস্মারক সই
  2016-10-14 19:50:33  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার দ্বিপক্ষয়ী বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে দুদেশের মধ্যে ২৭টি চু্ক্তি ও সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়।
বেলা তিনটার দিকে সি চিন পিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে দুই নেতা একান্ত বৈঠক করেন। এরপর তারা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ২৭টি চুক্তি ও সমঝোতাস্মারক সই করেন। এগুলোর মধ্যে ১৫টি সমঝোতাস্মারক ও ১২টি ঋণ ও রূপরেখা চুক্তি। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন সহযোগিতার বিষয়ে সমঝোতাস্মারক ও চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যায়ের উন্নীত করতে একমত হয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা এগিয়ে নিতে তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040