নমপেনে ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2016-10-14 18:59:25  cri
অক্টোবর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) নমপেনে ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তারা নতুন বৈশ্বিক পরিস্থিতিতে চীন-ক্যাম্বোডিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করেন। এ সময় দু'নেতা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্যে পৌঁছান এবং যৌথভাবে দ্বিপক্ষীয় মৈত্রী আরও সুসংহত করার সিদ্ধান্ত নেন।

এ ছাড়া, তারা দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখা; দু'দেশের সরকার, সংসদ ও রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা; দেশপ্রশাসনের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা; এবং কূটনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করার ব্যাপারে একমত হন।

বৈঠকের পর দু' নেতার উপস্থিতিতে কূটনীতি, 'এক অঞ্চল, এক পথ', শিল্পে সহযোগিতা, পুঁজি বিনিয়োগ, জলসেচ, তথ্যমাধ্যম ও সমুদ্রসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি সমঝোতাদলিল স্বাক্ষরিত হয়। তারা নমপেনে চীনের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040