বাংলাদেশে ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী
  2016-10-14 16:48:58  cri


ব্যাপক উত্সাহ উদ্দীপনা এবং কেক কাটার মধ্য দিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র ও পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের ৬৭তম জাতীয় দিবস উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা।

১লা অক্টোবর ২০১৬, শনিবার সন্ধ্যায় ক্লাবের সিলেট জেলা শাখা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, যুগ্ন সম্পাদক মো: আশরাফ হোসেন খান, সদস্য শাহেদা বেগম সুইটি, ফারজানা আক্তার রুমা, তাহমিনা আক্তার লিমা, শাহরিয়ার আহমদ শাহীসহ ক্লাবের আরো অন্যান্য সদস্যবৃন্দ।

ছোট্টবন্ধু লাবীব ইকবাল এবং জান্নাতুল ইসরাম এহসান কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের সূচনা করে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, ১লা অক্টোবর দিনটি সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় একটি দিন। ১৯৯৭ সালের ১লা অক্টোবর মাত্র দু'জন সদস্য নিয়ে এ ক্লাবটির যাত্রা শুরু হয়। বর্তমানে এ ক্লাবে হাজারেরও বেশি সদস্য রয়েছে এবং বাংলাদেশের ২২টি জেলায় চল্লিশটিরও বেশি শাখা রয়েছে। ক্লাবটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডিএক্সীং কর্মকাণ্ডের প্রসার, বেতার বিষয়ক গবেষণা এবং সংগঠনিক দক্ষতা দেখানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও জাতীয় পর্যায়ে বেসরকারী উদ্যোগে উন্নয়ন ও সেবামূলক কাজে এবং সামাজিক গণসচেতনতাবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে বাংলাদেশে একমাত্র আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব-ই বেতার কর্মকাণ্ড পরিচালনায় অবিস্মরণীয় অবদানের জন্য ইন্দোনেশিয়া এবং চীন থেকে একাধিকবার আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কার অর্জন করে বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, প্রশংসিত করেছে ডিএক্সিং দুনিয়াকে। সাউথ এশিয়া রেডিও ক্লাব চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি বিনিময় ও এর অনুষ্ঠান প্রচারের মাধ্যমে উভয় দেশের জনগণের সঙ্গে বন্ধুত্বের মেলবন্ধন তৈরী করেছে। চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) তাঁর বর্হিবিশ্ব সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশের সাথে মৈত্রী সম্পর্ক জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব-ও চীন আন্তর্জাতিক বেতারের সাথে সম্পৃক্ত হয়ে তাদেঁর সংস্কৃতি ও এর অনুষ্ঠান প্রচার এবং চীনা জনগণের সঙ্গে বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বেতারের কার্যক্রম ও এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানানোর লক্ষ্যে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের ক্লাব বছরজুড়ে চীনের বিভিন্ন সংস্কৃতি, কৃষ্টি, রীতিনীতি, চীনা বসন্ত উৎসব, চীনের জাতীয় দিবস, চীনা ভাষা শিক্ষা, চীনা খাদ্য সংস্কৃতি, শিল্পকলা, সঙ্গীত ও স্থাপত্যের সাথে বাংলাদেশের জনগণের সাথে পরিচয় করিয়ে দিতে এবং তৃণমূল পর্যায়ে জানাশোনা আরো সমৃদ্ধ করতে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, শ্রোতা সম্মেলন, মেলা, ডিএক্সিং ও চীনা চিত্র প্রদর্শনী, চীনা চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাসহ ইত্যাদি মাধ্যমে তুলে ধরা ও প্রচারণামূলক কর্মসূচি পালন করে থাকে। ফলে উভয় দেশের এসকল প্রচারনা ও উন্নয়ন কর্মকাণ্ডে তথ্য বিনিময়ের মাধ্যমে চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো নিবিড় হচ্ছে। ভবিষ্যতেও সাউথ এশিয়া রেডিও ক্লাব ঈথার মৈত্রী সম্পর্ক আরো মজবুত ও সুদৃঢ় করতে নি:স্বার্থ ভাবে কাজ করে যাবে।

এদিকে পহেলা অক্টোবর ছিলো নয়া চীনের ৬৭তম জাতীয় দিবস। ১৯৪৯ সালের ঐদিনে চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সেতুং পেইচিংয়ের তিয়েন আন মেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন। সে থেকে প্রতি বছর পহেলা অক্টোবর চীনের জাতীয় দিবস অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করে আসছে চীনা জনগণ। চীন আন্তর্জাতিক বেতারের নিবন্ধিত সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) প্রতি বছরেরমতো এবারো বাংলাদেশে উদযাপন করেছে চীনের জাতীয় দিবস। অনুষ্ঠানে উপস্থিত সকলে চীনের জাতীয় দিবসে সমস্ত চীনা জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে চীনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনাসহ চীন বিশ্ব শান্তি এবং বাংলাদেশের সাথে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে প্রত্যাশা করেন।

আলোচনা সভায় অংশ নেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া, ক্লাবের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন খান, সদস্য ফারজানা আক্তার রুমা। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করে, ক্লাবের সদস্য শাহরিয়ার আহমদ শাহী।

শ্রোতবন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয়া চীনের ৬৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুনার জন্য আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি – আমি

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040