ঐতিহাসিক সফরে ঢাকায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, বিমান বন্দরে লালগালিচা অভ্যর্ত্থনা
  2016-10-14 16:29:15  cri

দুদিনের ঐতিহাসিক সফরে শুক্রবার ঢাকা এসে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বিমান বন্দরে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট আব্দুল হামিদ। চীনের প্রেসিডেন্টকে বিমান বন্দরে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। 

বেলা ১১টা ৩৬ মিনিটে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ঢাকা হয়রত শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছান চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে চীনের প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি পাহারা দিয়ে নিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর চারটি ফাইটার জেট। অবতরণের পর ২১ বার তোপধ্বনির মাধ্যমে প্রেসিডেন্ট সি'কে স্বাগত জানানো হয়। একটি ছোট শিশু ফুল দিয়ে বরণ করে নেয় চীনের প্রেসিডেন্টকে। পরে তিনি লালগালিচা দিয়ে হেটে সংবর্ধনা মঞ্চে যান। তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

বিমান বন্দর থেকে মোটরশোভাযাত্রা সহকারে হোটেল লা মেরেডিয়ানে যান চীনের প্রেসিডেন্ট। সফরকালে তিনি এখানে থাকবেন। চীনের প্রেসিডেন্ট ৭৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বেলা ৩টায় প্রেসিডেন্ট সি চিন পিং প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তার সফরে ২৫টি চুক্তি ও সমঝোতাস্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরে তিনি হোটেলে ফিরলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় বঙ্গভনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট সি চিন পিং। পরে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন চীনের প্রেসিডেন্ট।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

ছব: শিনহুয়া নিউস এজেন্সি

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040