চীনা প্রেসিডেন্টের কম্বোডিয়া সফর শুরু
  2016-10-13 18:47:32  cri

১৩ অক্টোবর : চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছেছেন।

স্থানীয় সময় ১২টা ২৫ মিনিটে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী কোং সাম ওলসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে প্রেসিডেন্ট সি'কে স্বাগত জানান।

এ সময় দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে সি চিন পিং কম্বোডিয়ার জনগণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন ক্ষেত্রে কম্বোডিয়ার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জনগণের জীবনমান উন্নতির সঙ্গে সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দেশটি ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, চীন ও কম্বোডিয়া দীর্ঘ দিনের বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র। ৫৮ বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির উঠানামার পরীক্ষা অতিক্রম করে আরো নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো গভীর হয়ে উঠেছে।

কম্বোডিয়ার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ জড়িত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময়ের প্রত্যাশা করেন তিনি। এবারের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে বলেও প্রত্যাশা করেন চীনা প্রেসিডেন্ট।

(স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040